ধ্বংসের পথে গ্রামীণ সম্প্রীতি
যান্ত্রিক কোলাহলমুক্ত সবুজ প্রকৃতির আপন কোলে সামাজিক সম্প্রীতির এক চমৎকার বাঁধনে আচ্ছাদিত ছিল আমাদের দেশের প্রতিটি গ্রামীণ জনপদ। শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠের মাঝে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ছিল এদেশের এক একটা গ্রাম। এখানকার সাদামাটা মানুষগুলো একে অপরের সুখ-দুঃখ সমান ভাগে ভাগ করে নেয়ার পাশাপাশি সমাজের যে কোনো সমস্যা সবাই মিলে সামাজিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করত। কিন্তু গ্রামের সেই চিরচেনা রূপ পালটে যাচ্ছে। গুটিকয়েক উচ্ছৃঙ্খল মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে মারামারি, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে দুর্বিষহ করে তুলেছে গ্রামীণ জীবন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও ক্ষমতার অপব্যবহার করে সামান্য ঘটনাকেও তারা আদালত পর্যন্ত নিয়ে যায়। এর ফলে সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা আজ ধ্বংসের পথে, যা রোধ করা জরুরি।
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধ্বংসের পথে গ্রামীণ সম্প্রীতি
যান্ত্রিক কোলাহলমুক্ত সবুজ প্রকৃতির আপন কোলে সামাজিক সম্প্রীতির এক চমৎকার বাঁধনে আচ্ছাদিত ছিল আমাদের দেশের প্রতিটি গ্রামীণ জনপদ। শিশু, কিশোর ও বয়োজ্যেষ্ঠের মাঝে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত ছিল এদেশের এক একটা গ্রাম। এখানকার সাদামাটা মানুষগুলো একে অপরের সুখ-দুঃখ সমান ভাগে ভাগ করে নেয়ার পাশাপাশি সমাজের যে কোনো সমস্যা সবাই মিলে সামাজিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করত। কিন্তু গ্রামের সেই চিরচেনা রূপ পালটে যাচ্ছে। গুটিকয়েক উচ্ছৃঙ্খল মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে মারামারি, খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে দুর্বিষহ করে তুলেছে গ্রামীণ জীবন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও ক্ষমতার অপব্যবহার করে সামান্য ঘটনাকেও তারা আদালত পর্যন্ত নিয়ে যায়। এর ফলে সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা আজ ধ্বংসের পথে, যা রোধ করা জরুরি।
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়