বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও দূরদর্শিতা
শেখ মো. মুজাহিদ নোমানী
১৩ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
১০ জানুয়ারি ১৯৭২ সাল, ফাঁসির মঞ্চ হতে ফিরে এসে দেখলে
যুদ্ধ-বিধ্বস্ত, ক্ষত-বিক্ষত তোমার সোনার বাংলা,
শুরু হলো ভাবনা, সাড়ে সাত কোটি মানুষেরে দিতে হবে,
অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য আর বাসস্থানের নিশ্চয়তা।
বুঝেছিলে তুমি তখনই দেশ ও জাতির উন্নয়নে,
উৎপন্ন করতে হবে অনেক ফসল, অনেক খাবার,
আর তাই প্রয়োজন ভালো জাতের ভালো বীজের, সার ও সেচের,
নইলে সোনার বাংলা হয়ে যাবে ছারখার।
তাই প্রকল্প নিলে তুমি কৃষি গবেষণা, বীজ উৎপাদন ও সম্প্রসারণের।
ভারত, জাপান, রাশিয়াসহ বহু দেশ মহাদেশ ঘুরে,
বঙ্গবন্ধু সেতুসহ সফল উন্নয়ন চুক্তি করে,
আমৃত্যু দেশে-বিদেশে শান্তি আর ন্যায়ের সুবাতাস ছড়িয়ে,
১৯৭৩ সালে ‘জুলিও কুরী শান্তি পুরস্কার’ নিয়ে এলে দেশে,
১৯৭৪-এ জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দিয়ে ফিরে এলে শেষে।
হে জাতির পিতা বঙ্গবন্ধু!
তোমার চির উন্নত শির, উঁচু রেখেছি বারবার।
আজ তাই ২০২০ সালে তোমার জন্মশত বর্ষে
১৬ কোটি মানুষের সোনার বাংলায়,
ভাত-কাপড় আর মাছ-মাংসের নেই কোনো হাহাকার!
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ১৪২৩ প্রাপ্ত কৃষি সাংবাদিক ও অবসরপ্রাপ্ত উপপরিচালক (বীজ প্রত্যয়ন), এসসিএ, কৃষি মন্ত্রণালয়
nomani1961@gmail.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও দূরদর্শিতা
১০ জানুয়ারি ১৯৭২ সাল, ফাঁসির মঞ্চ হতে ফিরে এসে দেখলে
যুদ্ধ-বিধ্বস্ত, ক্ষত-বিক্ষত তোমার সোনার বাংলা,
শুরু হলো ভাবনা, সাড়ে সাত কোটি মানুষেরে দিতে হবে,
অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য আর বাসস্থানের নিশ্চয়তা।
বুঝেছিলে তুমি তখনই দেশ ও জাতির উন্নয়নে,
উৎপন্ন করতে হবে অনেক ফসল, অনেক খাবার,
আর তাই প্রয়োজন ভালো জাতের ভালো বীজের, সার ও সেচের,
নইলে সোনার বাংলা হয়ে যাবে ছারখার।
তাই প্রকল্প নিলে তুমি কৃষি গবেষণা, বীজ উৎপাদন ও সম্প্রসারণের।
ভারত, জাপান, রাশিয়াসহ বহু দেশ মহাদেশ ঘুরে,
বঙ্গবন্ধু সেতুসহ সফল উন্নয়ন চুক্তি করে,
আমৃত্যু দেশে-বিদেশে শান্তি আর ন্যায়ের সুবাতাস ছড়িয়ে,
১৯৭৩ সালে ‘জুলিও কুরী শান্তি পুরস্কার’ নিয়ে এলে দেশে,
১৯৭৪-এ জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দিয়ে ফিরে এলে শেষে।
হে জাতির পিতা বঙ্গবন্ধু!
তোমার চির উন্নত শির, উঁচু রেখেছি বারবার।
আজ তাই ২০২০ সালে তোমার জন্মশত বর্ষে
১৬ কোটি মানুষের সোনার বাংলায়,
ভাত-কাপড় আর মাছ-মাংসের নেই কোনো হাহাকার!
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ১৪২৩ প্রাপ্ত কৃষি সাংবাদিক ও অবসরপ্রাপ্ত উপপরিচালক (বীজ প্রত্যয়ন), এসসিএ, কৃষি মন্ত্রণালয়
nomani1961@gmail.com