অনলাইনের আওতায় আনুন বগুড়া রেলওয়ে স্টেশন
মো. ইমরান হোসেন
০১ ডিসেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডিজিটালের এই যুগে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়া শহরের একমাত্র রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিন ধরে এনালগ পদ্ধতিতেই চলছে। বগুড়া স্টেশন হয়ে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করলেও এ স্টেশন থেকে অনলাইনে কোনো টিকিট কাটা যায় না।
সেজন্য বাধ্য হয়ে বগুড়া স্টেশন থেকে দুই স্টেশন পূর্বের বোনারপাড়া স্টেশন থেকে টিকিট কাটতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এর ফলে সেখানকার যাত্রীরা আসন প্রাপ্তি থেকে বঞ্চিত হন এবং অনেক সময়ই টিকিট পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে বগুড়ার পরের স্টেশন সান্তাহার থেকে টিকিট কাটলে ট্রেনের মধ্যে টিটিই-এর সঙ্গে যাত্রীদের প্রায়ই বাকবিতণ্ডা বেধে যায়।
এমন পরিস্থিতিতে মানুষ পরিবার-পরিজন নিয়ে ট্রেন ভ্রমণের আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছেন। রেলকে যাত্রীবান্ধব করার জন্য বগুড়া স্টেশনটিকে অতি দ্রুত অনলাইনের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
দুপচাঁচিয়া, বগুড়া
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনলাইনের আওতায় আনুন বগুড়া রেলওয়ে স্টেশন
ডিজিটালের এই যুগে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়া শহরের একমাত্র রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিন ধরে এনালগ পদ্ধতিতেই চলছে। বগুড়া স্টেশন হয়ে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করলেও এ স্টেশন থেকে অনলাইনে কোনো টিকিট কাটা যায় না।
সেজন্য বাধ্য হয়ে বগুড়া স্টেশন থেকে দুই স্টেশন পূর্বের বোনারপাড়া স্টেশন থেকে টিকিট কাটতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এর ফলে সেখানকার যাত্রীরা আসন প্রাপ্তি থেকে বঞ্চিত হন এবং অনেক সময়ই টিকিট পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে বগুড়ার পরের স্টেশন সান্তাহার থেকে টিকিট কাটলে ট্রেনের মধ্যে টিটিই-এর সঙ্গে যাত্রীদের প্রায়ই বাকবিতণ্ডা বেধে যায়।
এমন পরিস্থিতিতে মানুষ পরিবার-পরিজন নিয়ে ট্রেন ভ্রমণের আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছেন। রেলকে যাত্রীবান্ধব করার জন্য বগুড়া স্টেশনটিকে অতি দ্রুত অনলাইনের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
দুপচাঁচিয়া, বগুড়া