কলাতলী ডলফিন মোড়ে ফুটওভার ব্রিজ স্থাপন করুন
মোহাম্মদ ইয়াছিন
২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজারে বেড়াতে এসেছে; কিন্তু শহরের প্রবেশমুখ কলাতলী ডলফিন মোড়ের নাম শুনেনি, এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। কলাতলী ডলফিন মোড় দিয়ে প্রবেশের সময় সুবিশাল সমুদ্রের দৃশ্য যে কারও মনকে দোলা দিয়ে যায়। প্রতিদিন লাখো মানুষের আনাগোনায় ভরপুর থাকে এ মোড়। এ মোড় দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ সড়ক-মেরিন ড্রাইভ সড়ক, ঢাকা-কক্সবাজার মহাসড়ক, সমুদ্র সৈকত সড়কসহ কক্সবাজার শহরে প্রবেশের সড়কটি সংযুক্ত রয়েছে। এখানে অনেক হোটেল-মোটেল, টিকিট কাউন্টার, টার্মিনাল, বাজার, দোকানপাট, স্কুল, মসজিদ গড়ে উঠেছে। কক্সবাজারের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ মোড়েই।
দুঃখজনক হলো, প্রায়ই এখানে দুর্ঘটনার শিকার হয়ে বিকলাঙ্গ হওয়া ছাড়াও প্রাণহানি ঘটে অনেকের। বর্তমানে এ সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। কক্সবাজার শহরে পর্যটনসেবা বাড়াতে ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ডলফিন মোড়সহ বাস টার্মিনালে দুটি ফুটওভার ব্রিজ স্থাপনের অনুরোধ করছি।
শিক্ষার্থী, বাংলা বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কলাতলী ডলফিন মোড়ে ফুটওভার ব্রিজ স্থাপন করুন
কক্সবাজারে বেড়াতে এসেছে; কিন্তু শহরের প্রবেশমুখ কলাতলী ডলফিন মোড়ের নাম শুনেনি, এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। কলাতলী ডলফিন মোড় দিয়ে প্রবেশের সময় সুবিশাল সমুদ্রের দৃশ্য যে কারও মনকে দোলা দিয়ে যায়। প্রতিদিন লাখো মানুষের আনাগোনায় ভরপুর থাকে এ মোড়। এ মোড় দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ সড়ক-মেরিন ড্রাইভ সড়ক, ঢাকা-কক্সবাজার মহাসড়ক, সমুদ্র সৈকত সড়কসহ কক্সবাজার শহরে প্রবেশের সড়কটি সংযুক্ত রয়েছে। এখানে অনেক হোটেল-মোটেল, টিকিট কাউন্টার, টার্মিনাল, বাজার, দোকানপাট, স্কুল, মসজিদ গড়ে উঠেছে। কক্সবাজারের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ মোড়েই।
দুঃখজনক হলো, প্রায়ই এখানে দুর্ঘটনার শিকার হয়ে বিকলাঙ্গ হওয়া ছাড়াও প্রাণহানি ঘটে অনেকের। বর্তমানে এ সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। কক্সবাজার শহরে পর্যটনসেবা বাড়াতে ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ডলফিন মোড়সহ বাস টার্মিনালে দুটি ফুটওভার ব্রিজ স্থাপনের অনুরোধ করছি।
শিক্ষার্থী, বাংলা বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ