সুরক্ষিত থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে
পরিবেশদূষণ একটি বৈশ্বিক সমস্যা, যার ভয়াবহ পরিণাম বিশ্ব প্রত্যক্ষ করছে। সৃষ্ট সমস্যাটি আমাদের দ্বারাই সংঘটিত হয়েছে; তাই আমাদেরই সমাধান করতে হবে। গভীরভাবে লক্ষ করলে দেখা যায়, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে উঠার পেছনে সে নগরীর সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।
বিশেষত, তাদের জীবনের প্রতি ভালোবাসা, অন্যের সমস্যাটা নিজের মনে করে দেখা এবং পুরো নগরটাকেই নিজের বাগানের মতো পরিচ্ছন্ন রাখার মন-মানসিকতা ও সচেতনতাই এ অসাধ্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
সমস্যা যেন সৃষ্টি না হয়, পূর্ব থেকেই সেদিকে লক্ষ রাখা হলে সমাধানের উপায় খুঁজতে হবে না; আর দুর্ভোগেও পড়তে হবে না। আবর্জনা যেখানে-সেখানে না ফেলার পাশাপাশি কোনো স্থানে ময়লা দেখলে পরিচ্ছন্নতা কর্মীর অপেক্ষা না করে নিজেই তা পরিষ্কার করে ফেলা উচিত।
এ কাজে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করা যেতে পারে। ইতোমধ্যে যারা দায়িত্ব নিয়ে নিজের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের পুরস্কৃত করা যেতে পারে; যাতে তারা কাজের উদ্দীপনা পায়।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুরক্ষিত থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে
পরিবেশদূষণ একটি বৈশ্বিক সমস্যা, যার ভয়াবহ পরিণাম বিশ্ব প্রত্যক্ষ করছে। সৃষ্ট সমস্যাটি আমাদের দ্বারাই সংঘটিত হয়েছে; তাই আমাদেরই সমাধান করতে হবে। গভীরভাবে লক্ষ করলে দেখা যায়, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে উঠার পেছনে সে নগরীর সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।
বিশেষত, তাদের জীবনের প্রতি ভালোবাসা, অন্যের সমস্যাটা নিজের মনে করে দেখা এবং পুরো নগরটাকেই নিজের বাগানের মতো পরিচ্ছন্ন রাখার মন-মানসিকতা ও সচেতনতাই এ অসাধ্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
সমস্যা যেন সৃষ্টি না হয়, পূর্ব থেকেই সেদিকে লক্ষ রাখা হলে সমাধানের উপায় খুঁজতে হবে না; আর দুর্ভোগেও পড়তে হবে না। আবর্জনা যেখানে-সেখানে না ফেলার পাশাপাশি কোনো স্থানে ময়লা দেখলে পরিচ্ছন্নতা কর্মীর অপেক্ষা না করে নিজেই তা পরিষ্কার করে ফেলা উচিত।
এ কাজে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করা যেতে পারে। ইতোমধ্যে যারা দায়িত্ব নিয়ে নিজের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের পুরস্কৃত করা যেতে পারে; যাতে তারা কাজের উদ্দীপনা পায়।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া