দিন হতে দিন আসে যে কঠিন
দিন দিন জটিল হচ্ছে সমাজ, পরিবার, বিশ্ব। এখন ঘরে ঘরে বিবাদ, পরিবারের সদস্যদের মধ্যে হিংসা-বিদ্বেষ। খানাপিনা হয় দরজা লাগিয়ে। এক পরিবারের শিশুদের আরেক পরিবারের বড়রা খাবার বা অন্য কিছু দিতে পছন্দ করেন না। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই খুশি হয়। এখন মেহমান এলে লোকজন বেজার হয়। শাহ্ আবদুল করিম বলেছেন-
: দিন হতে দিন আসে যে কঠিন, করিম দ্বীনহীন কোনো পথে যাইতাম।
স্টিফেন হকিং বলেছেন-
এ পৃথিবীর মানুষই পৃথিবীকে ধ্বংস করে দেবে।
গ্রামের অধিকাংশ ঝগড়াঝাঁটি আর বিবাদ জায়গা জমি নিয়ে। বৈশ্বিক বড় সংকটও এ কারণে। রাশিয়া আর ইউক্রেন সমস্যা কিছু অঞ্চল নিয়ে। রাশিয়া দাবি করে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু জায়গা তার। কাশ্মীর দাবি করে ভারত। সাদ্দাম কুয়েত দাবি করে দখলে নিয়েছিল। চীন তাইওয়ান বিবাদও জায়গা সংক্রান্ত। জায়গা সংক্রান্ত বিবাদের জন্ম হয় প্রভুত্ব করার বাসনা থেকে। এখন প্রায় পরিবার বা রাষ্ট্রেই প্রভুত্ব করার বাসনা মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকেই প্রভু হতে চান। এ থেকে জন্ম নেয় লোভ ও হিংসা। এ যুগে মানুষের লোভ ও হিংসা বেশি। এসব থেকে মুক্তির উপায় কী?
আজমিরিগঞ্জ, হবিগঞ্জ
দিন হতে দিন আসে যে কঠিন
শরীফ উদ্দিন পেশোয়ার
০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিন দিন জটিল হচ্ছে সমাজ, পরিবার, বিশ্ব। এখন ঘরে ঘরে বিবাদ, পরিবারের সদস্যদের মধ্যে হিংসা-বিদ্বেষ। খানাপিনা হয় দরজা লাগিয়ে। এক পরিবারের শিশুদের আরেক পরিবারের বড়রা খাবার বা অন্য কিছু দিতে পছন্দ করেন না। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই খুশি হয়। এখন মেহমান এলে লোকজন বেজার হয়। শাহ্ আবদুল করিম বলেছেন-
: দিন হতে দিন আসে যে কঠিন, করিম দ্বীনহীন কোনো পথে যাইতাম।
স্টিফেন হকিং বলেছেন-
এ পৃথিবীর মানুষই পৃথিবীকে ধ্বংস করে দেবে।
গ্রামের অধিকাংশ ঝগড়াঝাঁটি আর বিবাদ জায়গা জমি নিয়ে। বৈশ্বিক বড় সংকটও এ কারণে। রাশিয়া আর ইউক্রেন সমস্যা কিছু অঞ্চল নিয়ে। রাশিয়া দাবি করে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু জায়গা তার। কাশ্মীর দাবি করে ভারত। সাদ্দাম কুয়েত দাবি করে দখলে নিয়েছিল। চীন তাইওয়ান বিবাদও জায়গা সংক্রান্ত। জায়গা সংক্রান্ত বিবাদের জন্ম হয় প্রভুত্ব করার বাসনা থেকে। এখন প্রায় পরিবার বা রাষ্ট্রেই প্রভুত্ব করার বাসনা মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকেই প্রভু হতে চান। এ থেকে জন্ম নেয় লোভ ও হিংসা। এ যুগে মানুষের লোভ ও হিংসা বেশি। এসব থেকে মুক্তির উপায় কী?
আজমিরিগঞ্জ, হবিগঞ্জ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023