নতুন বছরে নতুন বই পাবে তো শিক্ষার্থীরা?
বাংলাদেশে ডলার সংকটের কারণে আমদানিনির্ভর অনেক পণ্যের পাশাপাশি প্রভাব পড়েছে মুদ্রণ শিল্পেও। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নতুন বছরের বই ছাপানো নিয়ে। গণমাধ্যমে ইতোমধ্যে এসেছে-প্রেসগুলোর জন্য পর্যাপ্ত কাগজ নেই। জাতীয় পাঠ্যপুস্তক সমিতি ও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে আগে কেন ভাবেনি, বোধগম্য নয়। দেখা যাচ্ছে, যে প্রতিষ্ঠানের সক্ষমতা আছে নির্ধারিত সময়ে ৩ লট বই প্রিন্ট করার, তাকে দেওয়া হচ্ছে ৩০ লট। গত বছর একই সময়ে যে পরিমাণ বই ছাপানো সম্পন্ন হয়েছিল, এ বছর ঠিক একই সময়ে তার সমপরিমাণ নতুন বই ছাপানো যায়নি।
বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি দেখে শিক্ষার্থী-অভিভাবকরা চিন্তিত-নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পাওয়া নিয়ে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি-দ্রুত নতুন বই ছাপানোর কাজ সমাপ্ত করুন, যাতে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়। কোনোভাবেই যাতে শিক্ষার্থীরা হতাশ না হয়, এ ব্যাপারে সচেতন থাকা জরুরি।
শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নতুন বছরে নতুন বই পাবে তো শিক্ষার্থীরা?
বাংলাদেশে ডলার সংকটের কারণে আমদানিনির্ভর অনেক পণ্যের পাশাপাশি প্রভাব পড়েছে মুদ্রণ শিল্পেও। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নতুন বছরের বই ছাপানো নিয়ে। গণমাধ্যমে ইতোমধ্যে এসেছে-প্রেসগুলোর জন্য পর্যাপ্ত কাগজ নেই। জাতীয় পাঠ্যপুস্তক সমিতি ও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে আগে কেন ভাবেনি, বোধগম্য নয়। দেখা যাচ্ছে, যে প্রতিষ্ঠানের সক্ষমতা আছে নির্ধারিত সময়ে ৩ লট বই প্রিন্ট করার, তাকে দেওয়া হচ্ছে ৩০ লট। গত বছর একই সময়ে যে পরিমাণ বই ছাপানো সম্পন্ন হয়েছিল, এ বছর ঠিক একই সময়ে তার সমপরিমাণ নতুন বই ছাপানো যায়নি।
বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি দেখে শিক্ষার্থী-অভিভাবকরা চিন্তিত-নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পাওয়া নিয়ে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি-দ্রুত নতুন বই ছাপানোর কাজ সমাপ্ত করুন, যাতে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়। কোনোভাবেই যাতে শিক্ষার্থীরা হতাশ না হয়, এ ব্যাপারে সচেতন থাকা জরুরি।
শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা