লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে পদক্ষেপ নিন
সৈয়দ আশিকুজ্জামান আশিক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাজনিত মৃত্যু মূলত নরহত্যা। সারা বিশ্বে রেলপথ নিরাপদ হলেও অনিরাপদ লেভেল ক্রসিংয়ের কারণে বাংলাদেশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে লেভেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মরণফাঁদে। রাস্তা পারাপারের সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সোহেল রানা ও ১৩ মাসের শিশু আশা আহত হয়েছে। ২২ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্রসিংয়ে গেটম্যান থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। এসব অরক্ষিত লেভেল ক্রসিং যেন মরণফাঁদ।
বস্তুত বৈধ-অবৈধ লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রচুর মানুষের মৃত্যুর পরও টনক নড়ছে না রেল কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রতিটি লেভেল ক্রসিং পরিণত হয়েছে মরণফাঁদে। রেলওয়ে প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ১ হাজার ৫৪০টি অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে। এছাড়া অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা হাজারের বেশি, যার মধ্যে ৮৫০টি পূর্বাঞ্চলে। আর চট্টগ্রামের মিরসরাই থেকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে ৭০টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। গত ৫ বছরে এসব অবৈধ লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। গেটম্যানরা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, এজন্য কর্তৃপক্ষকে তদারকি বাড়াতে হবে। পাশাপাশি যানবাহন চালকদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা উচিত। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গবেষণা সহকারী, সিআরআইডি, ঢাকা
syedashikujaman@yahoo.com
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে পদক্ষেপ নিন
সারা দেশে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাজনিত মৃত্যু মূলত নরহত্যা। সারা বিশ্বে রেলপথ নিরাপদ হলেও অনিরাপদ লেভেল ক্রসিংয়ের কারণে বাংলাদেশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে লেভেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মরণফাঁদে। রাস্তা পারাপারের সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সোহেল রানা ও ১৩ মাসের শিশু আশা আহত হয়েছে। ২২ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রামপুর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্রসিংয়ে গেটম্যান থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। এসব অরক্ষিত লেভেল ক্রসিং যেন মরণফাঁদ।
বস্তুত বৈধ-অবৈধ লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রচুর মানুষের মৃত্যুর পরও টনক নড়ছে না রেল কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রতিটি লেভেল ক্রসিং পরিণত হয়েছে মরণফাঁদে। রেলওয়ে প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ১ হাজার ৫৪০টি অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে। এছাড়া অবৈধ লেভেল ক্রসিংয়ের সংখ্যা হাজারের বেশি, যার মধ্যে ৮৫০টি পূর্বাঞ্চলে। আর চট্টগ্রামের মিরসরাই থেকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে ৭০টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। গত ৫ বছরে এসব অবৈধ লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। গেটম্যানরা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, এজন্য কর্তৃপক্ষকে তদারকি বাড়াতে হবে। পাশাপাশি যানবাহন চালকদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা উচিত। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গবেষণা সহকারী, সিআরআইডি, ঢাকা
syedashikujaman@yahoo.com