Logo
Logo
×

টালিউড

সার্জারি করিনি, মাঝে মাঝে ওজন বাড়ে-কমে: শ্রাবন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম

সার্জারি করিনি, মাঝে মাঝে ওজন বাড়ে-কমে: শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি। ফাইল ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সেরা অভিনেত্রীদের একজন। সিনেমাপ্রেমী দর্শকরা তাকে একই রকম দেখে অভ্যস্ত। সম্প্রতি তিনি নিজের চেহারা কিংবা লুক পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এখন পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি বলেও একটি পডকাস্টে জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। এ ছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।

সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের সম্ভাবনার কথা বলা যাবে না। তিনি বলেন, খুব ভয় লাগে ইনজেকশন। ফিউচারে দেখব একবার ট্রাই করে, কিন্তু এখন অবধি করিনি বলে জানান এ অভিনেত্রী।

বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই আলোচনায় থাকেন শ্রাবন্তী। তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম