Logo
Logo
×

বিনোদন

কে মাতাবেন পাকিস্তান আইডল?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

কে মাতাবেন পাকিস্তান আইডল?

সংগৃহীত ছবি

থিয়েটার রাউন্ডে চলে এসেছে পাকিস্তানের সবচেয়ে বড় সঙ্গীত অনুষ্ঠান ‘পাকিস্তান আইডল’। প্রত্যেক প্রতিযোগী তাদের গানের মাধ্যমে বিচারকদের হৃদয় জয়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

চলতি সপ্তাহে এই সিজনের নবম পর্ব সম্প্রচারিত হবে, যেখানে প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা, প্রতিযোগিতা এবং সঙ্গীতের প্রাণবন্ত মনোভাব দেখা যাবে।

প্রতিযোগীদের গাইড এবং পর্যালোচনা করতে আছেন রাহাত ফতেহ আলী খান, ফওয়াদ খান, বিলাল মাকসুদ এবং জেব বাঁগাশের মতো কিংবদন্তি ব্যক্তিত্বরা। প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র ও জমজমাট হচ্ছে।

অনুষ্ঠানের আগামী পর্বটি শনিবার রাত ৮টায় শুধুমাত্র জিও টিভিতে সম্প্রচারিত হবে। সেখানে দেখা যাবে চমকপ্রদ পারফরম্যান্স, হৃদয়স্পর্শী গল্প এবং অবাক করা ফলাফল যা দর্শকদের মুগ্ধ করবে।

বাদার ইকরামের নেতৃত্বে পাকিস্তান আইডলের প্রোডাকশন টিম তাদের পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান আইডল আবারও তার দর্শকদের একটি ভিন্ন জগতে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম