Logo
Logo
×

বিনোদন

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’—এ অতিথি ঋতুপর্ণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’—এ অতিথি ঋতুপর্ণা

ঢালিউড অভিনেতা জায়েদ খান অভিনয়ের পাশাপাশি একটি অনুষ্ঠানে সঞ্চালক হিসাবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হন এক ভিন্নরূপে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচার করা হয় আলোচিত এ পর্বটি।

টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দশম পর্বে অতিথি হিসেবে দেখা যায় টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এ পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে, যেখানে দুই তারকা খোলামেলা আড্ডায় মেতেছেন অভিনয়জীবন ও ব্যক্তিজীবনের নানা অনুচ্চারিত গল্প নিয়ে।

অনুষ্ঠানে ঋতুপর্ণাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু ভারতের নয়, সমগ্র বাংলা সিনেমা জগতের গর্ব। তাকে আমার অনুষ্ঠানে পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। তিনি খুবই আন্তরিক ও প্রাণবন্ত মানুষ। 

সঞ্চালক বলেন, আমরা শুধু ক্যারিয়ার নিয়ে নয়, জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও গভীরভাবে কথা বলেছি। দর্শকরা নিশ্চয়ই একটি ব্যতিক্রমধর্মী পর্ব উপভোগ করবেন। জায়েদ খান বলেন, আমি চেয়েছি— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’কে এমন একটি প্ল্যাটফর্মে নিতে, যেখানে শিল্পীরা শুধু নিজেদের কাজ নয়, নিজের মানবিক দিকটিও তুলে ধরতে পারেন। ঋতুপর্ণা আপার পর্বটি সেদিক থেকে বিশেষ হয়ে থাকবে বলে জানান অভিনেতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম