Logo
Logo
×

আনন্দ নগর

অ্যাপলের সিরির বিরুদ্ধে স্কারলেটের বিশ্বাসঘাতকতার অভিযোগ!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্কারলেট জোহানসন, হলিউডের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। চলতি বছরের ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ তাকে আরও ওপরের সারিতে নিয়ে এসেছে। বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এটি। এই এক সিনেমা দিয়েই এ মুহূর্তে হলিউডের সর্বাধিক আয়কারী তারকাও হয়ে ওঠেন স্কারলেট। সম্প্রতি অভিনেত্রী তার পুরোনো একটি ঘটনা নতুন করে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। জানিয়েছেন, অ্যাপলের এআই সিস্টেম ‘সিরি’ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে! তিনি একবার অস্কার-মনোনীত সিনেমা ‘হার’-এ এআই অপারেটিং সিস্টেম সামান্থার জন্য কণ্ঠ দিয়েছিলেন। তবে ভয়েস আর্টিস্ট হিসাবে তিনি তখন চরিত্রটির জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন। কিন্তু একটি সত্যিকারের এআই ভয়েস সহকারীর কাছ থেকে পেয়েছেন সমালোচনা। আর সেটি ছিল অ্যাপলের ভয়েস এআই সিস্টেম ‘সিরি’।

‘হার’ ২০১৩ সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেন স্পাইক জোনজে। সিনেমায় জোয়াকিন ফিনিক্স, অ্যামি অ্যাডামস, রুনি মারা, অলিভিয়া ওয়াইল্ড এবং ক্রিস প্র্যাটের মতো অভিনেতারা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। স্কারলেট উপস্থিত ছিলেন এআই-এর কণ্ঠস্বর হিসেবে। সিনেমাটি অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং অস্কারে একাধিক মনোনয়ন পেয়েছিল। মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, স্কারলেট জোহানসনের কৃত্রিম বুদ্ধিমত্তার সামান্থার চরিত্রে অভিনয়ের সমালোচনা করেছিলেন অ্যাপলের এআই ভয়েস সহকারী সিরি। সিরিকে জিজ্ঞেস করা হয়েছিল স্কারলেটের ভয়েস কেমন হয়েছিল? উত্তরে সিরি বলেছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার তার চিত্রায়ণ কৃত্রিমতার চেয়েও বেশি।’ অর্থাৎ এআই স্টারলেটের ভয়েসের চিত্রায়নকে বাস্তব বলতে নারাজ। তাই স্কারলেটও সিরির মতামতে খুব একটা খুশি ছিলেন না। অভিনেত্রী বলেন, ‘আমার মনে হচ্ছে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অন্যদিন, আমি সিরিকে জিজ্ঞেস করেছিলাম আমি কেমন দেখতে, এবং সে বলেছিল, ‘তুমি সবার মধ্যে সবচেয়ে সুন্দর।’ সুতরাং, সে স্পষ্টতই উভয়পক্ষের ভূমিকা পালন করছে। আরে, এটা তো দেখি পেছন থেকে ছুরি মারা মানুষের মতো!’

‘হার’ সিনেমার গল্প থিওডোর টোম্বলি নামে একজন অন্তর্মুখী লেখককে নিয়ে, যিনি লেখার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা কিনেন। যার নাম সামান্থা। যখন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার শেখার এবং অভিযোজনের ক্ষমতা সম্পর্কে জানতে পারেন, তখন তিনি এটির প্রেমে পড়ে যান। এই কৃত্রিম বুদ্ধিমত্তা চরিত্রটির কণ্ঠ দেন স্কারলেট। পোস্ট-প্রোডাকশনের সময় সামান্থার ভূমিকাটি আবার রেকর্ড করা হয়েছিল, সামান্থা মর্টনের স্থলাভিষিক্ত হন স্কারলেট জোহানসন। কাস্টিং পরিবর্তনের পর, নতুন কণ্ঠস্বরের পরিবেশনাকে সামঞ্জস্য করার জন্য আগস্ট ২০১৩ সালে অতিরিক্ত দৃশ্যের শুটিং করা হয়েছিল।

এদিকে স্কারলেট জোহানসন অভিনীত ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোর মধ্যে একটি। এটি বিশ্বব্যাপী ৮৬৭.৯ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করে। অভিনেত্রীকে আগামীতে অ্যাডাম ড্রাইভার এবং মাইলস টেলার অভিনীত ক্রাইম ড্রামা ‘পেপার টাইগার’-এ দেখা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম