Logo
Logo
×

আনন্দ নগর

নতুন কুঁড়ির চূড়ান্ত বাছাই পর্বের অডিশন শুরু

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই। এ প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। অডিশনের ভেন্যু রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ের ফলাফল বিটিভির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম