নতুন ওয়েব সিরিজে শাওন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত সৈয়দ জামান শাওন। নাটকের পরিচিত এ মুখ আবারও পর্দায় আসছেন একটি নতুন সিরিজ নিয়ে। নাম ‘ক্যাফে সোসাইটি’। এটি পরিচালনা করছেন মাসুদ আল জাবের। প্রযোজনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নোরাহ গ্লোবাল মিডিয়া। গল্পটি একটি ক্যাফেকে ঘিরে, যেখানে চার বন্ধু নিয়মিত আড্ডা দেয়। সেই ক্যাফেতে পরিচিত অপরিচিত নানা ধরনের মানুষ আসে। তাদের জীবনের আনন্দ, সমস্যা আর স্বপ্নের গল্পগুলোই হাস্যরসের মাধ্যমে দেখা যাবে এ সিরিজে। এতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন, ‘আমাদের চার বন্ধু নিয়মিত ওই ক্যাফেতে সময় কাটাই। তাদের জীবনের মজার গল্প, ছোটখাটো সংকট আর স্বপ্নের কথাগুলোই এখানে কমেডির মাধ্যমে ফুটে উঠবে।’ তিনি আরও বলেন, ‘এখন অভিনয়ে অনিয়মিত কারণ আমি যে ধরনের গল্পে নিজেকে উপস্থাপন করতে চাই, সে ধরনের গল্প পাচ্ছিলাম না। এর গল্প আমার কাছে যথাযথ মনে হয়েছে তাই যুক্ত হওয়া।’ নির্মাতা জানান, ‘এটা মূলত সিটকম সিরিজ, যা বাংলাদেশে প্রথমবার নির্মিত হতে যাচ্ছে। এতে দর্শক হাসির আড়ালে অনেক সত্য খুঁজে পাবেন।’ প্রথম মৌসুমে থাকবে ১৫টি পর্ব, প্রতিটি প্রায় ১৮ মিনিট দৈর্ঘ্যরে। ঢাকায় ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে সিরিজটির।
