সুসময়ের অপেক্ষায় তারা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই সিনেমার পাঁচ জনপ্রিয় তারকা ওমর সানী, অমিত হাসান, আমিন খান, মৌসুমী ও পূর্ণিমা। একটা সময় ছিল যখন তারা সবাই প্রতিনিয়ত সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু এখন কেউই আর আগের মতো অভিনয়ে নেই। কেউ আছেন দেশের বাইরে, কেউবা করছেন চাকরি, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আর কেউ পরিবার। ওমর সানী ব্যস্ত আছেন তার রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে। তিনি বলেন, ‘আমি আসলে এখন গোল্ডস্যান্ডস গ্রুপের উপদেষ্টা হিসাবে কাজ করছি। পাশাপাশি নিজের রেস্তোরাঁ চাপওয়ালার শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট নিয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছি। সময় যে কখন পার হয়ে যায় টেরই পাই না। ভালো আছি, অবশ্যই ফেলে আসা দিনগুলো মিস করি। অনেকের সঙ্গে দেখা হয় না বহুদিন।’ মৌসুমী বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি অর্থাৎ গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘সত্যিই ফেলে আসা দিনগুলো খুব মিস করি। মিস করি আমার বাসার আড্ডাগুলো। প্রিয় মানুষগুলো আসত, গল্প করত, আবার যে কবে এমন আড্ডা দিতে পারব তা জানি না। তবে দেশ এবং দেশের প্রিয় মানুষদের খুব মিস করি।’ আমিন খান চাকরি করছেন ওয়ালটনের গুরুত্বপূর্ণ পদে। এ মুহূর্তে অফিসিয়াল কাজে আমেরিকা অবস্থান করছেন তিনি। শিগ্গির দেশে ফিরবেন। তিনি বলেন, ‘চাকরিতে যুক্ত হওয়ার পর থেকে অভিনয়ে আগের মতো নিয়মিত সময় দিতে পারি না। তবে গল্প আড্ডায় ডাকা হলে তাতে যোগ দেই। কারণ সহশিল্পীদের প্রতি আমার ভীষণ ভালোবাসা রয়েছে সব সময়।’ অমিত হাসানও এ মুহূর্তে আমেরিকায়। তিনি বলেন, ‘কখনো আমেরিকা কখনো দেশে থাকি। দেশে থাকাবস্থায় দাওয়াত পেলে যুক্ত হই গল্প আড্ডায়। তবে এটা সত্যি আগের মতো মুখরিত আড্ডা আর দেবার সুযোগ হয়ে উঠবে কিনা জানি না। সবাইকে খুব মিস করি।’ পূর্ণিমা টুকটাক কাজ করলেও আগের মতো অভিনয়ে নিয়মিত নন। তিনি বলেন, ‘এখন তো আমাদের সময়ের শিল্পীরা কাজই করছেন না। কাজের বাইরেও যে আমরা আড্ডা দেব সেই সুযোগটিও নেই। কারণ অনেকেই দেশের বাইরে, আবার দেশে যারা আছেন তারা অভিনয়ের বাইরে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তবে আমি গর্ব করে বলতে পারি, বাংলাদেশের সিনেমার সোনালি অধ্যায়ের একজন নায়িকা আমি।’
