Logo
Logo
×

আনন্দ নগর

মনোনয়ন পেলেন ব্ল্যাকপিঙ্কের রোজ

ভক্তরা তৈরি করলেন ‘থ্যাঙ্ক ইউ ব্রুনো’ ট্রেন্ড!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। ৬৮তম এ আসরের জন্য কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য রোজ প্রথম কে-পপ একক শিল্পী হিসাবে গ্র্যামি মনোনয়ন পেয়ে ইতিহাস তৈরি করেছেন। তিনি ব্রুনো মার্সের সঙ্গে তার ট্র্যাক ‘এপিটি’র জন্য তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। এগুলো হলো ‘বছরের সেরা রেকর্ড’, ‘বছরের সেরা গান’ এবং সেরা পপ-দ্বৈত/গ্রুপ। মনোনয়ন তালিকাটি ৭ নভেম্বর প্রকাশ হওয়ার পর থেকে তার ভক্তরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রিয় শিল্পীকে নিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন। তবে কিছু নেটিজেন আছেন যারা তাকে নয় বরং ব্রুনো মার্সকে ধন্যবাদ জানাতে বলছেন।

কোরিয়ান গায়িকা এবং র‌্যাপার রোজ, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে তিনি একক শিল্পী হিসাবে নিজের ক্যারিয়ার গড়েন এবং ব্রুনো মার্সের সঙ্গে যৌথভাবে ‘এপিটি’ গানটি তৈরি করেন। প্রশংসা অর্জনের পাশাপাশি গানটি অসংখ্য রেকর্ড ভেঙেছে এবং বিলবোর্ড চার্টে ৮ নম্বরে স্থান করে নিয়েছে। এবার তা নিয়ে রোজ ২০২৬ সালের গ্র্যামিতে মনোনয়ন পেয়ে ইতিহাস তৈরি করেছেন। এটি শুধু রোজের ভক্তদের জন্যই গর্বের মুহূর্ত নয়, কে-পপ সংগীত ধারার জন্যও একটি বিশাল অর্জন বিষয়। যদিও সবাই এ মুহূর্তটির প্রশংসা করছেন, কিন্তু অনেক নেটিজেন গায়িকাকে বলছেন ব্রুনো মার্সকে ধন্যবাদ জানাতে। কারণ তারা বিশ্বাস করেন, তিনি (রোজ) তার বিখ্যাত সহযোগীর কারণে এ সুযোগ পেয়েছেন। এর পরপরই ব্রুনোকে নিয়ে শুরু হয় মাতামাতি। এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার নামে পরিচিত) একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ব্রুনো মার্স গ্র্যামিতে গোলাপকে (রোজ) নিয়ে আসার জন্য ধন্যবাদ।’ একটা পর্যায়ে এসে কিছুক্ষণের জন্য, এক্স-এ ‘ধন্যবাদ ব্রুনো’ শব্দটি ট্রেন্ডও হয়ে গিয়েছিল। যদিও মনোনয়ন ঘোষণা হওয়ার পর, রোজ এবং ব্রুনো মার্স উভয়ই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি তৈরিতে নিজেদের পারস্পরিক সহযোগিতার কথা স্বীকার করেছেন এবং একে অপরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গ্র্যামি কর্তৃপক্ষ এ বছর থেকে কে-পপ জগতের দিকেও নজর দিয়েছেন। তাদের উপস্থিতি প্রসারিত করেছে। আজ পর্যন্ত, শুধু কোরিয়ান ব্যান্ড বিটিসি তাদের ট্র্যাক ডাইনামাইটের জন্য ২০২১ সালে গ্র্যামি মনোনয়ন অর্জন করেছিল। তাই রোজের মনোনয়ন অবশ্যই কোরিয়ান সংগীত শিল্পের জন্য একটি বিশাল অর্জন বলেই বিবেচনা করছেন তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম