তুষিকে নিয়ে পর্দায় আসার অপেক্ষায় সিয়াম
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাজিফা তুষিকে নিয়ে চলতি বছরের মাঝামাঝি ‘আন্ধার’ নামে নতুন একটি ভৌতিক গল্পের সিনেমার শুটিং শুরু করেছিলেন সিয়াম। অবশেষে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। এবার অপেক্ষায় আছেন মুক্তির। ব্যান্ড তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। নির্মাতা জানান, সিয়াম-তুষি ছাড়াও এ সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার প্রমুখ। একই সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে নাটকের অভিনয়শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমি যত সিনেমায় কাজ করেছি, সেগুলোর মধ্যে এটা আমার শোনা গল্পের সবচেয়ে ডিটেইল চিত্রনাট্য। পাঁচ ঘণ্টার বেশি সময় এ সিনেমার ন্যারেশন শুনেছিলাম। আমি একটুও বিরক্ত হইনি। তার মানে, পুরো গল্প আমাকে ধরে রেখেছিল। আশা করি, হলেও দর্শকদের ধরে রাখবে।’ প্রযোজক জানান, ‘আন্ধার’ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। আগে শোনা গিয়েছিল, এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার। তবে নির্মাতা জানালেন, পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তারা। রাফী বলেন, ‘শুটিং শেষ হলেও আমাদের সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ করতে ৮-৯ মাস লাগবে। এটা শুধু বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমাই নয়, এটি দুই বাংলার অর্থাৎ বাংলা ভাষার সবচেয়ে বেশি ভিএফএক্সনির্ভর সিনেমা। এটা এমন সিনেমা নয় যে, শুটিং করলাম, এরপর রিলিজ করে দিলাম। সিনেমাটি সঠিকভাবে উপস্থাপন করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই সব কাজ গুছিয়ে আগামী বছর মুক্তি দেওয়া হবে।’
