বলিউডে বৈষম্য নিয়ে সোচ্চার মাধুরী
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাধুরী দীক্ষিত, বলিউডের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। ১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তার। এরপর ‘সৈলাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’ এবং ‘দেবদাস’র মতো সিনেমায় অবিস্মরণীয় অভিনয় শুধু তার অতীত স্মরণ করিয়ে দেয় বারবার। ১৯৯০-এর দশকে বড়পর্দায় তিনি এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তার হাসি, সৌন্দর্য, প্রতিভা এবং কালজয়ী আবেদন আজও ভক্তহৃদয় জয় করে চলেছে। এ সময় এসে মাধুরীর জৌলুস যেন এতটুকুও কমেনি। কিন্তু সফল এ মানুষটিরও বলিউড নিয়ে রয়েছে আক্ষেপ, অভিযোগ। বিশেষ করে পারিশ্রমিক নিয়ে বৈষম্যের কথা তিনি এখনো বলেননি।
আইফা ২০২৫-এ এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলিউডে লিঙ্গ ও পারিশ্রমিক বৈষম্য সম্পর্কে তার মতামত শেয়ার করেছিলেন। মাধুরী দীক্ষিত বলেন, কীভাবে ইন্ডাস্ট্রিতে নারীদের এখনো তাদের যোগ্যতা প্রমাণ করতে এবং তাদের পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। তার কথাগুলো অনেকের মনে দাগ কেটেছে, বলিউড দীর্ঘদিন ধরে যে আলোচনার মুখোমুখি হয়েছে, তা আবার জাগিয়ে তুলেছে।
রাজস্থানের জয়পুরে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ) ২০২৫ আয়োজিত বিশেষ বিভাগে ‘দ্য জার্নি অব উইমেন ইন সিনেমা’র সময়, মাধুরী দীক্ষিত এসব বৈষম্য নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি নারীদের জন্য, তাদের বারবার নিজেদের প্রমাণ করতে হবে এবং বলতে হবে যে আমরা সমান, আমরা দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে পারি, আমরা তা করতে পারি, কিন্তু আমাদের প্রতিবারই তা প্রমাণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আর হ্যাঁ, এখনো এসব বৈষম্য রয়ে গেছে। এটা এত সহজেই যাবে না। সিনেমায় নারীদের যেভাবে উপস্থাপন করা হয়, চরিত্রের যে গভীরতা, এটা অবশ্যই লিঙ্গ বৈষম্য। পুরষ অভিনেতাদের থেকে নারীদের প্রাধান্য কম। আমার মনে হয় আমাদের (নারী) অনেক পথ পাড়ি দিতে হবে, এবং প্রতিদিন এসব নিয়ে কাজ করতে হবে।’
আলোচনায় যোগ দিয়ে, চলচ্চিত্র নির্মাতা গুণীত মঙ্গাও একই বিষয়ে তার মতামত জানিয়েছেন। তিনি বলেন, “হ্যাঁ, পারিশ্রমিকের বৈষম্য রয়েছে এবং আমি চাই পুরুষ অভিনেতারাও এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করুক, যারা ইতোমধ্যেই সুবিধাভোগী পর্যায়ে আছেন। আমাদের সিনেমায় নারীদের জন্য আরও সুযোগ তৈরি করতে হবে। ‘স্ত্রী-২’ দেখুন, যদি আমাদের এ ধরনের আরও সফল নারীকেন্দ্রিক সিনেমা থাকে, তাহলে আমরা সেই বৈষম্য কমানোর কাছাকাছি চলে যাব।”
এদিকে কাজের ক্ষেত্রে মাধুরীকে শেষ দেখা গিয়েছিল আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায়। এতে কার্তিক আরিয়ান, তৃপ্তি ডিম্রি এবং বিদ্যা বালানও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। মাধুরী বর্তমানে তার আসন্ন কমেডি-ড্রামা ‘মা বেন’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুরেশ ত্রিবেণী পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি এবং রবি কিষাণ।
