* পহেলা রমজান থেকে বৈশাখী টিভিতে প্রতিদিন ইফতারের পর প্রচার হচ্ছে স্থপতি, লেখক, নির্মাতা ও পর্যটক শাকুর মজিদের ৩০ পর্বের প্রামাণ্যচিত্র ইসলামের স্থাপত্যধারা। বিগত ১৪০০ বছর ধরে ইসলামের বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ইসলামি স্থাপত্যধারার যে বিকাশ ও বিবর্তন ঘটেছিল-উমাইদ, আবম্ভাসী, ফাতেমীয়, মামলুক, আইয়ুবীয়, সুলতানী, তুঘলকী, মুঘল আমল থেকে শুরু করে বর্তমান আমলের নির্বাচিত স্থাপনাগুলোই স্থান পেয়েছে এ ধারাবাহিক প্রামাণ্যচিত্রে।
* পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে রান্নার বিশেষ অনুষ্ঠান ‘রান্নায় ঐতিহ্য’। এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হন অভিজ্ঞ সব রাঁধুনি। সঞ্চালনায় রয়েছেন রুহানী সালসাবিল লাবণ্য।
* এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’র দ্বিতীয় পর্ব। মাবরুর রশীদ বান্নাহ পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ ইমরান, শামীম আহমেদ, শাওন মজুমদার প্রমুখ।