হ্যালো...
আওয়ামী শাসনামলে আমি ঠিকভাবে দেশেই থাকতে পারিনি, গান গাইব কী করে?
বেবী নাজনীন
|
ফলো করুন |
|
|---|---|
* জন্মদিন কীভাবে উদযাপন করবেন?
** এখন ঘটা করে জন্মদিন পালনের কোনো মানসিকতা নেই। পরিবার, সহকর্মী ও বন্ধুদের শুভেচ্ছা গ্রহণেই দিন পার হয়ে যায়। এটাতেই সবচেয়ে বেশি আনন্দ পাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তরা। এসবই এখন সবচেয়ে বড় প্রাপ্তি।
* দীর্ঘদিন নতুন কোনো গানে আপনাকে দেখা যাচ্ছে না। নতুন গান কবে আসবে?
** সবাই জানেন, আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৫-১৬ বছর আমি ঠিকভাবে দেশেই থাকতে পারিনি। গান গাইব কী করে? দেশে বারবার আমার পেশাগত কাজকর্ম বাধাগ্রস্ত হয়েছে। টেলিভিশন, মঞ্চ-এ দুটি হচ্ছে একজন শিল্পীর গানের প্রধান মাধ্যম। অথচ দুই মাধ্যম থেকেই আমাকে বঞ্চিত করা হয়েছে। ফলে অনেক গানের কাজ শুরু করেও শেষ করতে পারিনি। কিছু কাজের পরিকল্পনা করেছিলাম। কিন্তু করা হয়ে ওঠেনি। জমে থাকা কাজগুলো আবার শুরু করেছি। শিগ্গির শ্রোতা-দর্শকরা আমার নতুন গান পাবেন।
* এ সময়ের গানের ইন্ডাস্ট্রি কেমন দেখছেন?
** এখন কী গানের সেই ইন্ডাস্ট্রি আছে? বাংলা গানের ভবিষ্যৎ নিয়ে সুখকর কিছু দেখছি না। অডিও ইন্ডাস্ট্রির তাল ঠিক নেই। শুধু অডিও নয়, আগের মতো সিনেমা ইন্ডাস্ট্রি নেই এখন। নতুন গান সৃষ্টির এ দুই বড় মাধ্যম এখন অনেকটা বিলুপ্তপ্রায়। কাজেই নতুন গান এবং নতুন শিল্পী তৈরি করা এখন অনেক কঠিন। একেবারেই যে হচ্ছে না তা কিন্তু নয়। হচ্ছে, তবে সেগুলো যারা করছেন নিজেদের কঠোর চেষ্টা এবং সাধনায় হচ্ছেন। কিন্তু সাংস্কৃতিক সমৃদ্ধ একটা দেশে হাতেগোনা কয়েকজনের উদাহরণ দিয়ে তো আর ইন্ডাস্ট্রির হিসাব করা যাবে না।
* অডিও ইন্ডাস্ট্রির দৈন্যতায় বর্তমানে অনেকেই ইউটিউবে নিজের চ্যানেল খুলে গান করছেন, এটাকে কীভাবে দেখছেন?
** বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে কারও মিউজিক ক্যারিয়ার তৈরি করা খুব বেশি সহজ নয়। অনেকেই নতুন গান প্রকাশের ক্ষেত্র হিসাবে ‘ইউটিউব চ্যানলে’ খুলেছেন। অনেক ক্ষেত্রেই দেখেছি একজন শিল্পী নিজ উদ্যাগে গান করেন, মিউজিক ভিডিও করেন। এভাবে দুই-একজনের দুই-চারটা গান হয়তো আসে এবং আসবে, তবে তাতে বাংলা গানের প্রসার আগের মতো হবে না। বর্তমানে গানের বাজারে যেহেতু বেসরকারি পৃষ্ঠোপোষকতা নেই, আমি মনে করি এক্ষেত্রে সরকারকেই পৃষ্ঠোপোষকতায় এগিয়ে আসতে হবে। আর তা না হলে বাংলা গানের ঐতিহ্য আর সমৃদ্ধ হবে না। আগের যা আছে তাই রয়ে যাবে।
* আপনি রাজনীতির সঙ্গেও জড়িত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কেমন দেখছেন?
** ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নতুন এক বাংলাদেশ পেয়েছে মানুষ। এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা। তাদের এ ত্যাগ স্মরণ করে আমাদের এমন এক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে, যেখানে মানুষের প্রতি মানুষ শ্রদ্ধা এবং সম্মান রেখে বাঁচতে পারে। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণ হবে, এমটাই প্রত্যাশা আমার।

