Logo
Logo
×

এশিয়া কাপ

সবার আগে চীন গেল বাংলাদেশ ফুটবল দল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে চীনের হাংঝুতে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা গেমসের শহরে পৌঁছেন। ২৩ সেপ্টেম্বর উদ্বোধন এশিয়ান গেমসের। ফুটবল দিয়ে খেলা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রথমদিন লাল-সবুজের প্রতিপক্ষ মিয়ানমার। পুরুষ ফুটবলে বাংলাদেশ রয়েছে এ-গ্রুপে। অপর দুই দল ভারত ও স্বাগতিক চীন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ স্বাগতিক চীনের বিপক্ষে ২৪ সেপ্টেম্বর। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের গ্রুপপর্বে জামাল ভূঁইয়ার গোলে কাতারকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকে শেষ ষোলোতে উঠেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় রাউন্ডে ওঠার চ্যালেঞ্জ নিয়ে চীন গেছে বাংলাদেশ দল। রোববার সেখানে প্রথম অনুশীলন করেছেন পিয়াস আহমেদ ও সুমন রেজারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম