Logo
Logo
×

অটোটেক

গাড়ির লাইটের যত্ন

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিটি গাড়ির জন্যই লাইট একটি অত্যাবশ্যকীয় উপাদান। একটি গাড়িতে সাধারণত হেড লাইট, ব্যাক লাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট, পার্কিং লাইট, সাইড লাইট, নম্বর প্লেট লাইট, রিডিং লাইট, ফগ লাইট ইত্যাদি থাকে। কোনো লাইট অকেজো হয়ে গেলে দ্রুত সারিয়ে নেওয়া উচিত। তা না হলে গাড়ি চালাতে গেলে বিরম্বনায় পড়তে হবে।

* গাড়ির লাইটগুলোর লেন্সগুলো সব সময় পরিষ্কার রাখা উচিত। কেননা লেন্সগুলো ঘোলা বা অপরিষ্কার থাকলে লাইট থেকে পর্যাপ্ত আলো পাওয়া যাবে না।

* হেড লাইটের মেইন এবং ডিপ-বিম দুটির কার্যাকারিতা আলাদাভাবে পরীক্ষা করতে হবে। তা না হলে রাতের বেলায় সামনের গাড়ি পাস করার সময় সিগনাল দেওয়া সম্ভব হবে না।

* গাড়ি নিয়ে বের হওয়ার আগে প্রতিটি লাইট ঠিকমতো কাজ করছে কিনা চেক করে নিতে হবে।

* ইন্ডিকেটর লাইট প্রতি মিনিটে ৬০ থেকে ১২০ বার ফ্ল্যাশ করছে কি না সেটা পরীক্ষা করে নিতে হবে। যদি না করে তাহলে ইন্ডিকেটর লাইটের সার্কিট পরিবর্তন করতে হবে।

* ব্রেক লাইট, সাইড লাইট, পার্কিং লাইট, নম্বর প্লেট লাইট কোনটিকেই গুরুত্বহীন মনে করা চলবে না। কারণ প্রত্যেকটি লাইটেরই আলাদা আলাদা কার্যক্রম রয়েছে।

* গাড়িতে সব সময় অতিরিক্ত বাল্ব রাখতে হবে এবং বাল্ব নষ্ট হয়ে গেলে কিভাবে লাগাতে হয় সে সম্পর্কে ধারণা রাখতে হবে বা শিখে নিতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম