Logo
Logo
×

অটোটেক

রাইডিং অভিজ্ঞতায় নতুন মাত্রা ই-ক্লাচ প্রযুক্তি

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইআইসিএমএ ২০২৫-এ উন্মোচিত হয়েছে হোন্ডার জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরার ২০২৬ এনএক্স৫০০। যুক্ত হয়েছে একদম নতুন ই-ক্লাচ প্রযুক্তি। এ ইলেকট্রনিক ক্লাচ সিস্টেম রাইডারদের দেয় আরও আরামদায়ক ও সহজ নিয়ন্ত্রণ। এখন শুধু পায়ের লিভার ব্যবহার করেই গিয়ার পরিবর্তন সম্ভব, হাতে ক্লাচ ধরার প্রয়োজন নেই। চাইলে পুরনো ধাঁচেও ক্লাচ ব্যবহার করা যাবে। শহরের যানজট থেকে দীর্ঘ ভ্রমণ-সব জায়গায় এ প্রযুক্তি বাইক চালানোকে করে তুলবে ঝামেলামুক্ত। বাইকটিতে রয়েছে আগের মতোই ৪৭১ সিসি লিকুইড-কুলড প্যারালেল-টুইন ইঞ্জিন, যা উৎপন্ন করে ৪৭.৫ বিএইচপি শক্তি ও ৪৩ এনএম টর্ক। উন্নত ইসিইউ ম্যাপিংয়ের ফলে কম ও মাঝারি গতিতে রেসপন্স আরও মসৃণ হয়েছে। ১৭.৫ লিটার জ্বালানি ট্যাংক ও প্রতি লিটারে প্রায় ২৭.৮ কিলোমিটার মাইলেজে একবার পূর্ণ ট্যাংকেই চলবে প্রায় ৫০০ কিলোমিটার। ডায়মন্ড-আকৃতির স্টিল ফ্রেম, ৪১ মিমি শোয়া ইউপসাইড-ডাউন ফর্ক, প্রো-লিংক সাসপেনশন এবং ১৯ ও ১৭ ইঞ্চি অ্যালয় হুইল-সব মিলিয়ে বাইকটি ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল। ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, হোন্ডা রোডসিঙ্ক, ব্যাকলিট সুইচ ও আরামদায়ক সিট উচ্চতা যোগ করেছে আধুনিকতা। রেসিং পারফরম্যান্স ও দৈনন্দিন আরামদায়ক রাইডিংয়ের চমৎকার সমন্বয়ই ২০২৬ হোন্ডা এনএক্স৫০০-কে করেছে এক নিখুঁত অ্যাডভেঞ্চার ট্যুরার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম