Logo
Logo
×

অটোটেক

তারকার গাড়ি বিলাস

জেনিফার লরেন্সের গ্ল্যামার-গতির মেলবন্ধন

Icon

ইসরাত জাহান

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হলিউডের সবচেয়ে ঝলমলে তারকাদের তালিকায় জেনিফার লরেন্স এক উজ্জ্বল নাম। যেমন পর্দায় অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শকদের, তেমনই তার ব্যক্তিজীবনের বিলাসিতাও বারবার এসেছে আলোচনায়। তার গ্যারেজ যেন এক প্রদর্শনী, যেখানে প্রতিটি গাড়ি একেকটি রত্নের মতো ঝলমল করে। অস্কারজয়ী এ অভিনেত্রীর গাড়ি সংগ্রহের বিস্তারিত লিখেছেন-ইসরাত জাহান

ইলেকট্রিক আভিজাত্য : জেনিফারের গ্যারেজে রয়েছে টেসলার দুটি বৈদ্যুতিক গাড়ি। মডেল এস ও মডেল ওয়াই। পরিবেশবান্ধব গাড়ির জগতে টেসলা এখন এক আইকনিক নাম, আর এ দুই মডেল প্রযুক্তি ও গতির নিখুঁত সংমিশ্রণ। মডেল এস-এর ১০০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি উৎপন্ন করে প্রায় ৮২৪ হর্সপাওয়ার শক্তি। যেন বজে র গতিতে ছুটে চলে। অপরদিকে মডেল ওয়াই একবার চার্জে পাড়ি দিতে পারে প্রায় ৫১৪ কিলোমিটার। মাত্র ২০ মিনিটে চার্জ হয়ে যায় ব্যাটারির ৮০ শতাংশ। মূল্য : মডেল এস প্রায় ১ লাখ ২১ হাজার ডলার। মডেল ওয়াই প্রায় ৮০ হাজার ডলার।

তিন ক্যাডিলাকের রাজকীয়তা : আমেরিকার ক্লাসিক বিলাসবহুল ব্র্যান্ড ক্যাডিলাক থেকে জেনিফারের সংগ্রহে রয়েছে তিনটি গাড়ি। ই.এল.আর কুপে, এসকালেড এবং সি.টি-৬। ই.এল.আর কুপে : ৬.২ লিটার সুপারচার্জড ইঞ্জিন, ৫৫৬ হর্সপাওয়ারের দানবীয় পারফরম্যান্স। এসকালেড : হলিউড সেলিব্রিটিদের প্রিয় বড় আকারের গাড়ি-আরাম, স্পেস ও স্ট্যাটাসের নিখুঁত সমন্বয়। সি.টি-৬ : তুলনামূলক কম পরিচিত হলেও এর ৩.০ লিটার টুইন-টার্বো ইঞ্জিন ৪০০ হর্সপাওয়ার শক্তি দেয়। যেন সৌন্দর্যের আড়ালে শক্তির বিস্ফোরণ। মূল্য : প্রায় ৭২ হাজার থেকে ১ লাখ ১ হাজার ডলার পর্যন্ত।

মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস : হলিউডের কোনো তারকার গাড়ির গ্যারেজ এস-ক্লাস ছাড়া সম্পূর্ণ হয় না। জেনিফারও তার ব্যতিক্রম নন। মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস মানেই রাজকীয় আরামের প্রতীক। ৪.০ লিটার বিটার্বো ভি-৮ ইঞ্জিন, অভিজাত অভ্যন্তরীণ সাজসজ্জা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি এক নিখুঁত বিলাসবহুল যান। এ গাড়িটিই যেন তার গ্ল্যামারাস ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। মূল্য : প্রায় ১ লাখ ২৬ হাজার ডলার।

আরও যেগুলো আছে : লরেন্সের তালিকায় আরও আছে অডি কিউ৭, শেভরোলেট ভল্ট এবং ফক্সওয়াগন ইওএস, যেগুলো নির্ভরযোগ্য, আরামদায়ক ও নিত্যব্যবহার উপযোগী গাড়ি। এগুলো তার বাস্তববাদী ও সহজ-সরল মনোভাবের প্রতিফলন ঘটায়। জেনিফার লরেন্সের গাড়ি সংগ্রহে নেই কেবল দামি মেশিনের অহংকার; আছে পরিশীলিত রুচি, পরিবেশ-সচেতনতা এবং আধুনিকতার ছোঁয়া। তিনি প্রমাণ করেছেন, গাড়ি শুধু চলার বাহন নয়, এটি ব্যক্তিত্বের এক ঝলক, এক শিল্প। গতি, গ্ল্যামার আর গ্রেস সব মিলিয়ে জেনিফারের গ্যারেজই যেন এক চলমান গল্প।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম