বরিশালে আ.লীগের লকডাউন ঠেকাতে বাড়তি নিরাপত্তা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন ঠেকাতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নগরীতে দিনরাত চলছে তল্লাশি, মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। প্রধান প্রধান সড়কে রয়েছে বাড়তি পুলিশ মোতায়েন। এরই মধ্যে লকডাউন সফলে টাকা বিতরণ করতে আসা নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি মিঞা বাহাউদ্দিন জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বুধবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সম্পাদক জসিম উদ্দিন, জাগুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সঞ্জয় ও ছাত্রলীগ সদস্য মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি বলেন, দেশবিরোধী নাশকতার পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনে তাদের মোবাইল চেক করছে পুলিশ। যাদের বিরুদ্ধে প্রমাণ মিলছে তাকেই গ্রেফতার করে আইনের আওতায় আনছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আরও বলেন, সরকারবিরোধী প্রচার-প্রচারণা ও দেশবিরোধী গুপ্ত মিছিল ঠেকাতে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে লকডাউন সফল করতে বরিশালা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলেও জানা গেছে।
