Logo
Logo
×

বাংলার মুখ

ঘূর্ণিঝড় গোর্কি স্মরণে আলোচনা সভা র‌্যালি

ভয়াল ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের উপকূলে ১৯৭০ সালের ১২ নভেম্বর আঘাত হানে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় গোর্কি। যার প্রভাবে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। দিনটি স্মরণে বিভিন্ন স্থানে আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, ঘূর্ণিঝড়ে মৃতদের আÍার মাগফিরাত কামনায় দোয়া হয়েছে। এসব কর্মসূচি থেকে বক্তারা ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন। যুগান্তর প্রতিনিধিরা জানান : ভোলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ শওকাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, ভোলা আইনজীবী সমিতির সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেত। সভাপতিত্ব করেন ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি। পাথরঘাটায় ঝড়ে মৃতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন ইউএনও মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মাওলানা মনিরুল ইসলাম, সমাজসেবক ও সংস্কৃতিকর্মী এরফান আহমেদ সোয়েন। শ্যামনগরে মানববন্ধন হয়েছে। কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক স্বপন দাসের পরিচালনায় বক্তারা বক্তব্য দেন। কয়রায় মানববন্ধন কর্মসূচিতে থেকে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানানো হয়। কোস্টাল এইড সংগঠনের কয়রার সমন্বয়ক মো. সাইফুল্লাহ আল হেলালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মো. রিয়াছাদ আলী, কয়রা ব্লাড ব্যাংকের সম্পাদক মো. আ. আলিম। গলাচিপার মানুষও দিনটিকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছেন। চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া হয়েছে। উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি মো. জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদার, সহসভাপতি সজিব শাহরিয়ার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম