Logo
Logo
×

বাংলার মুখ

হামলা নাশকতার নানা অভিযোগ

আ.লীগ নেতাসহ গ্রেফতার ২২

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সরকারবিরোধী নাশকতাসহ নানা অভিযোগে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ও বুধবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী রয়েছেন। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে এনামুল হক আনসারি নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আনসারি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কম্পিউটার পরিচালনার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগসহ রাজনৈতিক অস্থিরতায় ইন্ধনের অভিযোগ রয়েছে। চুনারুঘাটে গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. সালেক মিয়া গ্রেফতার হয়েছেন।

তিনি বাসুল্লা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। আব্দুল মালেক সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সরিষাবাড়ীতে বিস্ফোরক মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম রোমান এবং উপজেলা যুবলীগের সহসভাপতি হারুন অর রশিদ। পীরগঞ্জে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ। কালকিনিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকসহ তিনটি মামলা রয়েছে। বদরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হককে গ্রেফতার করছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বলকে আটক করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। আরিফুল লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সোনা মাস্টারের ছেলে। গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে নাশকতার মামলা রয়েছে। আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুকুর সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। মারপিট, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধামরাইয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ওরফে আজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন-শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, তার স্বামী যুবলীগ নেতা লিটন খান, শিবালয় মডেল ইউপির সদস্য রেজাউল করিম লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজান খন্দকার, নিজাম উদ্দিন, আশরাফ হোসেন আখের, রিফাত হোসেন, আব্দুল কাদের ও বিএম আকরাম হোসেন মজনু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম