Logo
Logo
×

বাংলার মুখ

ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাৎ

দেবিদ্বারে প্রকৌশলীর ঘুস দুর্নীতি

Icon

মো. আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা)

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাৎ

দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত দায়িত্ব) সবুজ চন্দ্র সরকারের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তদন্ত কমিটির কাছে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে রয়েছেন তিনি।

জানা যায়, দেবিদ্বার উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ২০২৩-এর ২৪ মে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসাবে দায়িত্ব নেন। তাকে ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসাবে যোগদানের ডিও লেটার দেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের আওয়ামী লীগের তৎকালীন এমপি রাজী মোহাম্মদ ফখরুল। যোগদানের পর তিনি ঘুস, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের মতো অপরাধে জড়িয়ে পড়েন এবং আওয়ামী এমপির ছত্রছায়ায় শুরু হয় নামে বেনামে ভুয়া প্রকল্পের অর্থ উত্তোলন।

গত বছর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় এক নেতা পলিটেকনিক কলেজ জীবনের বন্ধু পরিচয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। তার সহযোগিতায় বিভিন্ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অসদাচরণ ও দুর্নীতির প্রমাণ পেয়ে প্রকল্পের কাজ বন্ধ করে কর্তৃপক্ষ। দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে রয়েছেন সবুজ চন্দ্র সরকার।

চলতি বছরের ২৩ জুন উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর হতে দুলালপুর সড়ক উন্নয়নে প্রায় সোয়া দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠনক হাসনাত আব্দুল্লাহ। অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরদিন ২৪ জুন এলজিইডি প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) বেলাল হোসেন স্বাক্ষরিত একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওহিদুজ্জামানকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করতে বলে। তদন্ত কর্মকর্তা উপজেলার সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে প্রতিবেদন দাখিল করলে প্রকল্পটি বাতিল করে কর্তৃপক্ষ।

২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পে কাজ না করেই ভুয়া ছবি দিয়ে বিল উত্তোলন করার অভিযোগে সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার বিভাগ উপজেলা এডিপি বিশেষ বরাদ্দের সুবিল ইউনিয়ন রাঘবপুর টেমুহুনি-চারুর বাড়ি সড়ক সিসি ডালাই প্রকল্প, শহীদ মিনার সংস্কার, বড় আলমপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের অজুখানা, গুনাইঘর উত্তর কেন্দ্রীয় ঈদগাহ-বাঙ্গরী স্কুল পর্যন্ত সলিং, আতাপুর-ধামতী সড়ক মেরামত, সুলতানপুর হাইওয়ে-বক্রিকান্দি সড়ক মেরামত, সাহাড়পাড় হাইওয়ে-সাইতলা সড়ক মেরামত, জাফরগঞ্জ ইউনিয়নের খোদাইচড় বটতলা-বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের রাস্তা সলিং, সুবিল ইউনিয়ন বুড়িরপাড় ছনুদি হাজী বাড়ির রাস্তা সলিং, আব্দুল্লাহপুর ফুলকুড়ি স্কুল-মুন্সি বাড়ি পর্যন্ত সলিং, ইউসুফপুর মোগসার মধ্য বাজার-বেপারী বাড়ি পর্যন্ত সলিং, ইউসুফপুর লোতা দিঘিরপাড় সড়ক মেরামত প্রভৃতি প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে।

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে সবুজ চন্দ্র সরকার বলেন, কাজ ছাড়া বিল উত্তোলনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমি আপনার সাথে বসব।

এ ব্যাপারে এলজিইডি কুমিল্লা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুস শাকের বলেন, সবুজ চন্দ্র সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম