অতিথি না করার অজুহাত
ভূঞাপুরে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করল বিএনপি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভূঞাপুরে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি না করায় অনুষ্ঠান বন্ধ করে দেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার অর্জুন ইউনিয়নের জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৩টি বিদ্যালয়ের প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। নেতারা জানান, অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলীকে ফোন করলে, তার সহযোগী হাকিম ডাক্তার ফোন রিসিভ করে জানান, সাবেক মন্ত্রী ও বিএনপির নেতাদের নাম দাওয়াতপত্রে না দেওয়ায় আমরা প্রতিযোগিতা বন্ধ রেখেছি।
প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, আমরা নেতাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাদের না ডাকার অজুহাতে তারা ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়। উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু জানান, বিষয়টি আমি অবগত নই।