ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে শরীফ হোসেন নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে লিটনের ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। শরীফ হোসেন চির্কা পাটওয়ারী বাড়ির মোশাররফ হোসেনের ছোট ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে শরীফ সৌদি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার রাত ৯টায় এলাকার লোকজনের কাছ থেকে বিদায় নিতে গিয়ে লিটনের ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলা দেখছিল। হঠাৎ করে গ্যারেজে চার্জিংকৃত অটোরিকশার সঙ্গে হেলান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শরীফের মা রহিমা বেগম বলেন, আমার ছেলে গত ৬ মাস পূর্বে সৌদি থেকে দেশে আসেন এবং দুই মাস পূর্বে বিয়ে করে। বুধবার দুপুরে বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার কথা ছিল এখন সে মৃত।