ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির গৌরবের দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে সারা দেশে কর্মসূচির সূচনা হয়। এ ছাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বক্তারা চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে ‘বৈষম্যমুক্ত ঐক্যবদ্ধ’ নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
গফরগাঁওয়ে বিএনপি নেতা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আল ফাতাহ্ খান। বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো. জাকারিয়া শরিফ। বরিশালে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক ও বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরিফ উদ্দিন। কিশোরগঞ্জে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। গোপালগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. জামাল হোসেনের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। কটিয়াদীতে ইউএনও মো. মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার উপস্থিত ছিলেন। কলমাকান্দায় সভায় বক্তব্য দেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, অ্যাসি ল্যান্ড শহিদুল ইসলাম, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। রায়পুরায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মাসুদ রানা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, ওসি আদিল মাহমুদ। টাঙ্গাইলে অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ময়মনসিংহে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। ভোলায় পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আজাদ জাহান, পুলিশ সুপার শরীফুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান, কলেজ অধ্যক্ষ প্রফেসর ইস্রাফীল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। দুর্গাপুরে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে সব বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসন। কয়রায় ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক এসএম নুরুল আমিন নাহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ওসি জিএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান। ফুলপুরে ইউএনও সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। কালকিনিতে ইউএনও উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক বেপারী, সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম। দেলদুয়ারে ইউএনও সাব্বির আহমেদ, ওসি মো. সোহেব খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান। গৌরীপুরে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা কুমার প্রমা, ওসি মির্জা মাযহারুল ইসলাম, উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। বাবুগঞ্জে শ্রদ্ধা জানান ইউএনও ফারুক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। কোটালীপাড়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগুফতা হক, ওসি মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ। আমতলীতে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, কৃষি কর্মকর্তা মো. রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন উপস্থিত ছিলেন। কাঁঠালিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও জহিরুল ইসলাম, ওসি মংচেন লা। শিবচরে ইউএনও পারভীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইয়েখা সুলতানা, ওসি মো. রতন শেখ। বাসাইলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আকলিমা বেগম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান। ঝালকাঠিতে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পৌর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। শেরপুরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজীব উল আহসান, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ। গাজীপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। অ্যাডভোকেট নাছির উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট ড. শহীদউজ্জামান, আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। নগরীর শিববাড়ি মোড়ে পৃথক সভায় বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাদেকুজ্জামান খান। সোনারগাঁয়ে ইউএনও ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জে সভায় উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহির, সম্পাদক ফুয়াদ আহমেদ। টঙ্গীতে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদের সভাপতিত্বে ও টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সম্পাদক আব্দুর রহিম খান কালার বক্তব্য দেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। রূপগঞ্জে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সাইফুল ইসলাম। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যালি হয়েছে। কালিয়াকৈরে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও কাউছার আহাম্মেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। লৌহজংয়ে ইউএনও মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান। সিরাজদিখানে বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ইউএনও শাহিনা আক্তার। টঙ্গীবাড়ীতে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কমান্ডার, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।