|
ফলো করুন |
|
|---|---|
দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীত। ভোরবেলা ও গভীর রাতে কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে বেশ অনুভূত হচ্ছে শীত। সন্ধ্যা নামলেও বাড়ছে শীতের প্রকোপ। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও বাড়ছে ঠান্ডা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাতে ঢাকার সর্বনিু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা আছে। বুধবার সকালে বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, আজ রাতে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এই তাপমাত্রা শীতের আগমনকে স্পষ্ট করে তুলবে এবং নগরবাসীকে হালকা শীতের আমেজ দেবে। তবে, তাপমাত্রার এই পতন দীর্ঘস্থায়ী হবে না। আগামী ১৫ নভেম্বর থেকে সর্বনিু তাপমাত্রা আবারও সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিকে, বুধবার সকালে ঢাকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। বিডব্লিউওটি জানিয়েছে, দিনের তাপমাত্রা এখনই খুব বেশি কমার সম্ভাবনা নেই। চলতি মাসজুড়ে রাজধানী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
