Logo
Logo
×

রাজধানীর খবর

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ই-টিকিটিং চালু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় উদ্ভিদ উদ্যানকে (ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন) আধুনিক এবং দর্শনার্থীদের প্রবেশ সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে ই-টিকিটিং চালু হয়েছে। বুধবার রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ড. ফারহিনা আহমেদ। এখন থেকে দর্শনার্থীরা সুড়ো ডিজিটাল প্ল্যাটফর্ম, www.nbg.portal. gov.bd বা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোড সংবলিত টিকিট সংগ্রহ করতে পারবেন, যা স্মার্টফোন বা প্রিন্ট আউট হিসাবে ব্যবহার করা যাবে। এদিন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। এতে বলা হয়েছে, বন অধিদপ্তর ও এট-আইয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্ল্যাটফর্ম দেশের উদ্যান ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন থেকে দর্শনার্থীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কিনে নির্ধারিত তারিখে উদ্যান পরিদর্শন করতে পারবেন। এতে টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে। সময়ের সাশ্রয় হবে এবং টিকিট বিক্রি প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা। কাগজের ব্যবহার হ্রাস পাওয়ায় এটি পরিবেশ সংরক্ষণেও অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. ফারহিনা আহমেদ বলেন, প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ই-টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে স্মার্ট সংরক্ষণ ব্যবস্থাপনার নতুন অধ্যায়ের সূচনা হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এট-আই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আব্দুর রফিক, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামিমা বেগম। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম