কুষ্টিয়ার ছেউড়িয়ায় আজ শুরু তিন দিনের লালন মেলা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণ উৎসব, সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা।
এ উপলক্ষ্যে কালিগঙ্গা নদীর তীরে লালন আখড়াবাড়িতে এখন সাজ সাজ রব। আজ সন্ধ্যায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পৌঁছে গেছেন লালন অনুসারি ও ভক্তরা। উৎসবের ৩ দিন লালনের আখড়াবাড়ির ভেতরে ও আশপাশের অঞ্চলজুড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এর পাশাপাশি চলবে গুরু-শিষ্যদের মাঝে ভক্তির আদান-প্রদান। এছাড়াও লালন মঞ্চে থাকবে সারারাত গানের আয়োজন।
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক সাধক পুরুষ বাউল সম্রাট লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেউড়িয়ার আখড়াবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি পালন করে আসছেন। প্রতিবছরের মতো এ বছরও সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজন করেছে ৩ দিনের অনুষ্ঠান।
উৎসবে যোগ দিতে এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধু-গুরু, বাউল ও ভক্তরা। দরদ ভরা গলায় তারা গেয়ে চলেছেন লালনের গান। দূর-দূরান্ত থেকে আগত লালন অনুসারি ও ভক্তরা অভিযোগ করেন, বছরে দুইবার লালন স্মরণ উৎসবের সময় জায়গা সংকটের কারণে কষ্টের মধ্যে সময় পার করতে হয় তাদের। তারা গ্রামীণ মেলার পরিসর কমিয়ে দিয়ে বাউল ভক্ত-অনুরাগীদের জন্য বসার জায়গা বাড়ানোর দাবি জানান। পাশাপাশি খেলাফতধারী বাউলদের সমাহিত করার জন্য জমির দাবিও জানান।
