বিভিন্ন স্থানে ১০ বাস এক ট্রেনে আগুন
চোরাগোপ্তা হামলা করছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ * ৪ দিনে গ্রেফতার ১৩০
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। ঢাকা, গাজীপুর, আশুলিয়া, পাবনা, কিশোরগঞ্জ ও ফেনীতে ১০টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া জামালপুর, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ায় আগুন দেওয়া হয়েছে বিদ্যালয়, ব্যাংক ও জুলাই স্মৃতিস্তম্ভে। নারায়ণগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। ঢাকার কাওরান বাজার, টিএসসির সামনে ও মানিকগঞ্জসহ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে পেট্রোল বোমাসহ আটক করেছে পুলিশ। কয়েকটি ঘটনায় অল্পের জন্য প্রাণহানি এড়ানো গেছে। সাতক্ষীরা ও পাবনায় আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব চোরাগোপ্তা হামলা করছে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও দলটির ভাড়াটে সন্ত্রাসীরা। নাশকতা সৃষ্টিতে বিদেশে বসে অর্থ ব্যয় করছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। তবে এসব নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ১৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় বোমা তৈরির সরঞ্জাম ও পেট্রোলবোমাসহ আটক করা হয় তিনজনকে।
এ বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা বাইরে থেকে তাদের ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কথা বলছে। তাদের ঔদ্ধত্যপূর্ণ কথার কারণে এমন বিশৃঙ্খলা হচ্ছে। যারা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করছে তারা চিহ্নিত একটি দলের লোক।
আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে বড় নাশকতার শঙ্কা আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছি না। তবে ছোট ছোট দু-একটি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। তিনি বলেন, আমরা দেখছি-সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উসকানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়। নাগরিকদের অনুরোধ-কেউ যেন গুজবে কান না দেন।
জুলাই ছাত্র-জনতার আন্দোলন দমাতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা আজ। এই দিনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা আগেই দিয়েছিল আওয়ামী লীগ। তবে এর আগে থেকেই দলটির নেতাকর্মীরা রাজধানীতে আগুন সন্ত্রাস শুরু করে।
বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর দোলাইরপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শাহ আলী থানা এলাকায় শতাব্দী পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। দুপুর ১টার দিকে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। এদিন কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। তবে এ দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বিশেষ অভিযানে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করে র্যাব। এর আগে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোলবোমা স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। একই রাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদে কনটেইনার পোর্ট রোডে অবস্থিত আস সুন্নাহ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
পুলিশের দাবি, এসব নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। ইতোমধ্যেই রাজধানীসহ সারা দেশে বাড়ানো হয়েছে বিশেষ সতর্কতা। তাদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ঢাকায় অগ্নিসংযোগ রোধে কঠোর অবস্থানে ডিএমপি। ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই পরিবহণ ও যাত্রীদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। একই সঙ্গে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত চার দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৪৪ জন।
ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন : রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন। আটকরা হলেন- মোরশেদ (৪০) ও জাকির (২৫)।
এদিকে রাজধানীর কাওরান বাজারে বুধবার রাত ১০টার পর সার্ক ফোয়ারার কাছে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে রাত পৌনে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এতে একজন পথচারী আহত হন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ডাকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। নারায়ণগঞ্জে সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা যাত্রী হয়ে সিএনজিতে উঠে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে বানিয়ারচালা এলাকা থেকে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে পেট্রোলবোমাসহ তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন তারা। আটক ব্যক্তিরা হলো-ছাত্রলীগ নেতা নোমান, আকাশ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল। রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পিকআপ থেকে ককটেল ছুড়ে গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সন্দেহ হলে তল্লাাশি : ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনের আমিনবাজার এলাকায় তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। বুধবার সকাল থেকে বসানো তল্লাশি চৌকিতে ঢাকামুখী বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল আরোহীদের তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহজনক মনে হলে যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রয়োজনে তাদের সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন চেক করেন তারা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল ও নিষিদ্ধ ছাত্রসংগঠন কর্মসূচি দিয়েছে। এতে জনগণের জানমালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সাভারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি, টহল বাড়ানো হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ১০টির বেশি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাতক্ষীরা ও পাবনায় আগুন দেওয়ার ভিডিও ভাইরাল : সাতক্ষীরা পৌর সদরে মঙ্গলবার গভীর রাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল পদার্থ ঢেলে আগুন দিচ্ছে। একই সময় পাবনায় শাহজাদপুর ট্রাভেলস নামে দূরপাল্লার একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ৪-৫ জন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিচ্ছে।
গাজীপুর : একই রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও জেলার শ্রীপুরে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এসব বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে কোনো প্রাণহানি হয়নি। বাসের আংশিক ক্ষতি হয়েছে।
আশুলিয়া (ঢাকা) : বুধবার ভোরে সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন। চালক সাত্তার বলেন, আমি ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে জানালা দিয়ে লাফ দিই। দেখি, ৪ জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। আমি চিৎকার শুরু করলে তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়।
কিশোরগঞ্জ : বাজিতপুর বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত ১টার দিকে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে ছিলেন হেলপার। অল্পের জন্য রক্ষা পান তিনি।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার রাতে আগুনে ভস্মীভূত হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানে না কীভাবে আগুন লেগেছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি হয়েছে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখায় মঙ্গলবার রাত ২টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পুড়ে যায়।
ফরিদপুর ও ভাঙ্গা : ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ৩টায় উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, মাসখানেক আগে ঘরটি ভাড়া নিয়েছিল ওই তিন ব্যক্তি।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা স্লিপারগুলো সরিয়ে ফেলে। ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন।
ফেনী : ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ফেনীর মহিপাল পল্লী বিদ্যুৎসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেন ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ।
