Logo
Logo
×

প্রথম পাতা

রাস্তায় দাঁড়াতেই পারেনি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

বড় প্রভাব ছিল না ‘লকডাউনের’

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বড় প্রভাব ছিল না ‘লকডাউনের’

নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল পুরো রাজধানী।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করেন আদালত। তারিখ নির্ধারণের দিনটিকে ঘিরে কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয় ‘লকডাউন’ কর্মসূচি। সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হয় ব্যাপক অপপ্রচার। তবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে লকডাউনের তেমন কোনো প্রভাব পড়েনি। কোথাও রাস্তায় দাঁড়াতেই পারেনি আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজপথ দখলে ছিল ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। 

এদিকে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল ট্রাইব্যুনাল এলাকাসহ পুরো রাজধানী। ঢাকার প্রতিটি প্রবেশপথে ছিল র‌্যাব-পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কড়া পাহারা। তল্লাশি ছাড়া এদিন ঢাকায় প্রবেশ করতে পারেনি কোনো যানবাহন। প্রতিটি মোড়ে ছিল আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। সড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। প্রধান উপদেষ্টার বাসভবনসহ কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছিল কয়েক গুণ। ঢাকায় সকালের দিকে দূরপাল্লার বাস কম চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বাস চলাচল। নাশকতার চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সারা দেশেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। তবে এর মধ্যেও কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু নাশকতার ঘটনা ঘটেছে। ফরিদপুরের ভাঙ্গায় চার স্থানে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে ২১ জেলার যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও রাজধানীর শাহ আলীতে যাত্রীবাহী বাসসহ চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে রেললাইনে আগুন এবং বগুড়ায় দুটি ফিশপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। মাদারীপুরের শিবচরে ককটেল বিস্ফোরণে বিএনপির ৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন। পুলিশ বিভিন্ন স্থান থেকে ৩২টি পেট্রোলবোমা উদ্ধার ও ৭ জনকে আটক করেছে। 

সরেজমিন দেখা যায়, যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইকোর্ট প্রাঙ্গণ ও সুপ্রিমকোর্টের প্রধান প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সেখানে প্রস্তুত ছিল ডিএমপির সাঁজোয়া যান। সেনাবাহিনীকেও ওই এলাকায় টহল দিতে দেখা যায়। ট্রাইব্যুনাল এলাকা ছাড়াও পুরো হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের আশপাশের সব গেটে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন দেখা গেছে। প্রবেশপথগুলোতে এপিসিসহ অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুত ছিল। ভেতরে প্রবেশের আগে গণমাধ্যমকর্মী এবং মামলা সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে তল্লাশির মুখে পড়তে হয়েছে। এদিন ট্রাইব্যুনালের আশপাশ এলাকায় সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। অপরিচিত কেউ যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর সতর্কতা বজায় রাখা হয়। শুধু তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভেতরে প্রবেশের অনুমতি পান। 

রাজধানীর শাহআলীর নবাবেরবাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ১০টা দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের আসন ও জানালার গ্লাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শাহআলী থানা ওসি গোলাম আজম বলেন, একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের মধ্যে একজন পালাতে গিয়ে তুরাগ নদে লাফ দেন, পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা গেছে। মারা যাওয়া দুষ্কৃতকারীর নাম সাইয়াফ। গ্রেফতার ব্যক্তি রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি। মিরপুরের বাসিন্দা আবুল আসাদ বলেন, মিরপুর ১০ নম্বর থেকে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে হাইকোর্ট এলাকায় আসতে চার দফা তল্লাশির মুখে পড়তে হয়েছে তাকে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

মতিঝিল (ঢাকা) : গুলিস্তানে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টার দিকে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের কর্মীরা স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 

হাজারীবাগ (ঢাকা) : বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

জবি : আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। 

উত্তরা পশ্চিম (ঢাকা) : সকাল থেকে আব্দুল্লাহপুর, বিএনএস সেন্টার, জসীমউদ্দীন ও এয়ারপোর্ট এলাকার মোড়ে মোড়ে লাঠি হাতে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করেন। 

যাত্রাবাড়ী (ঢাকা) : ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে যাত্রাবাড়ী চৌরাস্তা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া, মাতুয়াইল ইউটার্ন, ঢাকা-মাওয়া সড়কের দোলাইরপাড়, যাত্রাবাড়ী ও ডেমরা সড়কের কাজলারপাড়ে। বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যদের। শরীয়তপুর : জাজিরার নাওডোবায় সকাল ৬টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে তারা। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের পিকআপ লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করা হয়। এতে পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

ফরিদপুর ও ভাঙ্গা : ভাঙ্গায় দেশীয় অস্ত্র হাতে ৪টি স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। এতে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা সাবেক এক চেয়ারম্যানসহ ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এদিকে ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। 

বরিশাল : বৃহস্পতিবার স্বাভাবিকভাবে চলেছে বাস-লঞ্চসহ সব যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমাসহ অফিস-আদালতের কার্যক্রমও ছিল স্বাভাবিক। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সন্ত্রাস ঠেকাতে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে নগরীতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। 

গোপালগঞ্জ : ভোরে গোপালগঞ্জ সদরের উলপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে একটি মাইক্রোবাস থেকে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া জেলা পূর্ত ভবনে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় ওই অফিসের একটি পিকআপে আগুন ধরে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

টাঙ্গাইল ও বাসাইল : বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বান্দরবান : লামায় বৃহস্পতিবার ভোরে সড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে জনসমাগম বাড়ার সঙ্গে সঙ্গেই তারা পালিয়ে যান। পুলিশ রফিক আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বগুড়া : গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর রেলওয়ে স্টেশনের কাছে নতুর গ্রামে রেললাইনের এক জোড়া ফিশপ্লেট চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে রেলের কিম্যানরা টের পেয়ে সেখানে ফিশপ্লেট লাগিয়ে দেন। 

শিবচর (মাদারীপুর) : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সীমানা এলাকায় বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে বিএনপির ৭ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দায় বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তরা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পালিয়ে যায়। 

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বুধবার রাতে প্রায় এক ঘণ্টা ধরে স্টেশনে আটকা পড়ে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মীরা আগুন নেভালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

ফেনী : বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুরে গাছ কেটে রেললাইনে ফেলে দুর্বৃত্তরা। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসায় কোনো দুর্ঘটনা ঘটেনি। 

টঙ্গী পূর্ব (গাজীপুর) : লকডাউন শেষে গাজীপুরের টঙ্গীতে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতে ঘটনা না ঘটলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে লকডাউন কর্মসূচি কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটেরও ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

আইনজীবীদের বিক্ষোভ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ মিছিল বের হয়। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতির সামনে গিয়ে মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে কয়েক শত আইনজীবী অংশ নেন। এ সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম