Logo
Logo
×

স্বাধীনতা দিবস সংখ্যা

থাকি আমি বাইরে চোখের

Icon

অসীম বিভাকর

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধুলোয় ঢাকা মার্বেলটাও চোখে পড়ে;

আমিই শুধু চোখের বাইরে থাকি।

মধ্যরাতের বিষণ্ন প্রহরে

ঘুরে বেড়ায় বাতাস একা একা।

নিজের ভেতর প্রশ্ন জাগে

এই যে আমি সত্যি আমি নাকি?

তোমার দৃষ্টি আমার ভুলে যায় কি অন্য দিকে?

নাকি ভুলের কাছেই দৃষ্টি বাঁধা পড়া!

অমাবস্যার অন্ধকারে

যায় কি চেনা ভাস্কর্যের রূপ?

প্রতিকৃতি হোক না যত ঠিক ধাতুতে গড়া।

আমার পাশেই দাঁড়িয়ে দেখে

চড়ুই পাখির নাচ।

তবুও তার চোখে পড়ে না

নড়তে থাকা হাতের আঙুলগুলো।

কপাটবন্ধ জানালা কি হয় কখনো

নীল আকাশের সখা?

সঙ্গী করে নেবে কি আমায়

উড়তে থাকা মুক্ত পথের ধুলো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম