Logo
Logo
×

স্বাধীনতা দিবস সংখ্যা

তৃষ্ণা

Icon

আদিত্য নজরুল

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জল বলতেই বুঝি বুকের ভেতর তৃষ্ণার্ত হয়ে ওঠে...

জল বলতেই বুঝি

ছলাৎ ছলাৎ বয়ে যাওয়া কান্নার ঢেউ

জল বলতেই বুঝি

পলি রেখে চলে যাওয়া কেউ।

তৃষ্ণার্ত না হলে

কেউ কখনো জলের কথা মনে করে?

আমার চোখের বুঝি

তৃষ্ণা লেগেছে ভীষণ

তা’নাহলে চোখ কেনো এতো ঢেউ বয়ে দেয়!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম