|
ফলো করুন |
|
|---|---|
বৈশাখ আমার জন্য অপেক্ষায় থাকে।
বেল পাকার জন্য যেমন কাক
আমের জন্য আমরা, ঝাঁকে ঝাঁকে মৌমাছি
কতকাল ধরে অপেক্ষায় আছি।
আমের ঘ্রাণে মগ্ন হয়ে আছে এ-প্রাণ।
বৈশাখ মনে রাখে আমার যুদ্ধে যাওয়ার অলিখিত কাহিনি,
মুক্তার মতন জ্বলজ্বলে আমাদের গ্রামগুলো
ঝড়ো বৈশাখের তাণ্ডবে রক্তাক্ত জীবনের ভেতর
জ্বরাজীর্ণভাবে বেঁচে থাকে, ঠিক কৃষকের
সংগ্রামের মতো, আর
আমার জন্মদিন গরমে মর্মে ত্যক্ত,
যেন কাঁচা আমের ভর্তা, নুন আর কাঁচা মরিচের রসে সিক্ত,
তবু বেঁচে আছি জীবনযুদ্ধের তারকাঁটায় ঝুলতে ঝুলতে-
বৈশাখ আসবে সুনিশ্চিত জানি, পরম্পরা যেমতি,
আমার এবং আমাদের চিন্তার ভাঁজে লুকিয়ে থাকা প্রগতি
হাই তুলে পাশ ফিরে শোবে,
বাইরে মাইকে বেজে উঠবে গান স্বাধীনতার,
যেন রুয়ে দিয়ে গেছে কোন সে কারিগর ইতিহাস-শেকড়,
আমরা সেই মূলে ঝুলে থাকা অধিকার হারা মানবজমিন।
তুমি কি ঝড়ো বৈশাখে
আমার জন্মদিনে আসবে?
নাকি মুক্তিযুদ্ধের ময়দানে আমাদের দেখা হবে আবারও!
