Logo
Logo
×

ইসলাম ও জীবন

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা সম্মান পেল বাংলাদেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনা সম্মান পেল বাংলাদেশ

চলতি বছর হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সৌদি সরকারের প্রকাশিত তালিকায় এ স্বীকৃতি পাওয়া দেশের জন্য এক অনন্য অর্জন হিসাবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানায়, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার মোট ছয়টি দেশের হজ ব্যবস্থাপনা মূল্যায়নের ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করেছে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সফল হয়েছে। সৌদি আরব ও বাংলাদেশ দুই পর্যায়ে নিবন্ধিত হজযাত্রীরা সুশৃঙ্খলভাবে হজ আদায় করেছেন। এটি বাংলাদেশের জন্য বড় একটি মাইলফলক।’ হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারও বলেন, ‘সবার সম্মিলিত চেষ্টা ও নিয়ন্ত্রণে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এবারের হজ সম্পন্ন হয়েছে। টিকিট সংকট, মারামারি কিংবা কান্নাকাটির কোনো ঘটনা ঘটেনি।’ এদিকে, এবারের হজকালে মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় কমে এসেছে। এখন পর্যন্ত ২৭ জন হজযাত্রী (যাদের মধ্যে ২ জন নারী) মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৩০ জন হাজি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম