Logo
Logo
×

শেষ পাতা

হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন

প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই, বিপর্যস্ত জীবন

উপকূলের জীবন

Icon

মুহসিন আল জাবির, হাতিয়া (নোয়াখালী)

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই, বিপর্যস্ত জীবন

ছবি: ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সোনাদিয়া ইউনিয়ন। প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে এখানকার মানুষের। মাছ শিকার, পশু পালন এবং কৃষি কাজের ওপর নির্ভরশীল মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে জীবনধারণ করতে হয়। বারবার নদীভাঙন ও বন্যায় তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষিজমি ও বসতবাড়ি হারিয়ে তারা প্রায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য হন। তাদের প্রায় সব কর্মকাণ্ডই নদী ও প্রকৃতির সঙ্গে সম্পর্কিত।

হাতিয়া উপজেলার পশ্চিমাংশে অবস্থিত সোনাদিয়া ইউনিয়ন। এর উত্তরে তমরদ্দি ইউনিয়ন, পূর্বে বুড়িরচর ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন। নদী ও সাগরের সঙ্গে সোনাদিয়ার বাসিন্দাদের গভীর সম্পর্ক রয়েছে।

সোনাদিয়া ইউনিয়নের নাম ছিল নবাবপুর। তৎকালীন মুসলিম লীগের সভাপতি আলী আহমদ মিয়া তার বাবা নবাব মিয়ার নামে নবাবপুর নামকরণ করেছিলেন। তবে প্রশাসনিক বিতর্কের পর প্রকৃতির সৌন্দর্য ও সোনালি ফসলের প্রাধান্য দিয়ে তমরুদ্দিন ইউনিয়ন থেকে আলাদা করে সোনাদিয়া নাম চূড়ান্ত করা হয়।

সোনাদিয়ার মানুষের জীবন অত্যন্ত সংগ্রামমুখর। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ শিকার ও পশু পালন। এখানকার উর্বর মাটিতে ধান, গম, ডাল, মরিচ ও সবজি চাষ হয়। তবে আয়ের প্রধান উৎস মাছ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী-সোনাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪১ দশমিক ৬ শতাংশ। তিনটি মাধ্যমিক বিদ্যালয় সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, এমসিএস উচ্চ বিদ্যালয় এবং মাইজদী বাজার উচ্চ বিদ্যালয়, তিনটি মাদ্রাসা এবং ১৮টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোনাদিয়ায় স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। চিকিৎসার জন্য তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে যেতে হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম