Logo
Logo
×

চিঠিপত্র

কৃষকের ঘামের মূল্য দিন

Icon

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্তমানে যদি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত কোনো পেশা থেকে থাকে, তা হলো কৃষি। কৃষিপ্রধান এ দেশে এটি শুধু পেশা নয়, বরং আমাদের চালিকাশক্তিও। কিন্তু এ পেশার মানুষকে ঠকানো হচ্ছে পদে পদে। দেখা যায়, কৃষকের থেকে কম দামে ফসল কিনে একদল মুনাফালোভী ব্যবসায়ী তা শহরে বেশি দামে বিক্রি করে। শহরের বেশির ভাগ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ভাবলেও কৃষকের কথা যেন ভাবার কেউ নেই। ফলে শহরের সবাই খেয়ে আরামে বেঁচে থাকলেও, না খেয়ে মরতে হয় প্রান্তিক এলাকার ওই কৃষককে। প্রতিবছর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছাত্রই পাশ করে বের হয়; কিন্তু তারা এ খাতে জড়িত হয় না। বরং তাদের অধিকাংশই চলে যায় বিদেশে। এসবের পেছনে শুধু একটাই কারণ রয়েছে, তা হলো, কৃষককে তার ন্যায্যমূল্য না দেওয়া। আমাদের মনে রাখতে হবে, কৃষক ফসল না ফলালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারব না। তাই তরুণদের কৃষির প্রতি উৎসাহিত করতে, কৃষককে তার ন্যায্যমূল্য দিতে। সরকারের উচিত এদিকে বিশেষ নজর দেওয়া।

লাবনী আক্তার কবিতা, লোক প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম