|
ফলো করুন |
|
|---|---|
ফেনী শহরের দেওয়ানগঞ্জ এলাকার ময়লার ভাগাড় এখন এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ে রূপ নিয়েছে। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ বর্জ্য এসে এখানে জমা হচ্ছে। চারপাশে তীব্র দুর্গন্ধ, মশা-মাছির উৎপাত ও দূষিত পানির কারণে আশপাশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষায় ভাগাড়ের নোংরা পানি আশপাশের খাল-বিলে গড়িয়ে ফসলের ক্ষতি করছে, আর শুষ্ক মৌসুমে বাতাসে ছড়িয়ে পড়ছে নানা জীবাণু। অথচ পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার বা স্যানিটারি ল্যান্ডফিল-কোনোটিরই বাস্তবায়ন হয়নি এখনো। এতে শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্য ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এখনই সময় ফেনী পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ নেওয়ার। বর্জ্য পৃথক্করণ, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি চালু এবং নিরাপদ ল্যান্ডফিল স্থাপন জরুরি। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে-যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। অন্যথায় অচিরেই ফেনী ‘সবুজের শহর’ নয়, বরং ‘দূষণের নগরী’ হিসেবে পরিচিত হবে।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন, ফেনী
