|
ফলো করুন |
|
|---|---|
বাংলার প্রকৃতিতে আবারও নেমে এসেছে স্নিগ্ধ শীত। শীতের সকালগুলো ভিন্ন এক অনুভূতি নিয়ে আসে। গ্রামের মানুষ গায়ে চাদর জড়িয়ে আগুন পোহায়, শিশুরা গরম রোদে খেলতে যায়। চায়ের দোকানে ধোঁয়া ওঠা কাপ আর আলাপের শব্দে জমে ওঠে শীতের সকাল। এই ঋতুতে বাজারে আসে নানারকম সবজি-বাঁধাকপি, ফুলকপি, মুলা, গাজর, বিট। আর ঘরে ঘরে শীতের বিশেষ আয়োজন পিঠা-পায়েসের। চুলার ধোঁয়ায় ভরে ওঠে ঘরবাড়ি, পিঠার ঘ্রাণে মুখরিত হয় গ্রামবাংলা। শহরেও নানা সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয় ‘পিঠা উৎসব’, যা শীতের অন্যতম আনন্দঘন অনুষ্ঠান।
তবে শীতের আগমন সবার কাছে সমান নয়। যারা শীতবস্ত্রের অভাবে কাঁপে, যারা খোলা আকাশের নিচে রাত কাটায়, তাদের জন্য এই ঋতু কষ্টের। তাই শীতের আনন্দ তখনই পূর্ণতা পেতে পারে, যখন আমরা তাদের পাশে দাঁড়াব, উষ্ণ কাপড়, কম্বলসহ সাহায্যের হাত বাড়িয়ে দেব।
আনিকা ইসলাম, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
