শিবগঞ্জে বীর নিবাসে নেই মুক্তিযোদ্ধা!
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জের দেউলি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সরকারের দেওয়া উপহারের বাড়িতে (বীর নিবাস) তালা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ সাহা ভারতে বহু আগে থেকেই স্থায়ীভাবে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। তবে তিনি গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগে না পরে গেছেন সে ব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি শর্ত ছিল উপহার পাওয়া বীর নিবাসে বীর মুক্তিযোদ্ধারা পরিবার নিয়ে বসবাস করবেন। কিন্তু ধীরেন্দ্র নাথ সাহা বীর নিবাস বুঝে পাওয়ার এক মাস পর থেকে তা পরিত্যক্ত অবস্থায় রেখেছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভারতে বসবাস করছেন।
ছোট ভাই সুকুমার সাহা ও প্রতিবেশীরা জানান, ধীরেন্দ্র নাথ দেশ স্বাধীনের চার বছর পর থেকে ভারতের শিলিগুঁড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা দেখাশোনার জন্য মাঝে মাঝে বাসিলা গ্রামে আসা-যাওয়া করেন। এছাড়া তিনি বাংলাদেশের নাগরিকত্বও বহাল রেখেছেন। মুক্তিযোদ্ধার ভাতাও গ্রহণ করছেন। ধীরেন্দ্র নাথ পাশের রামচন্দ্রপুর গ্রামে পৌনে পাঁচ শতক কেনা জমিতে সরকারের উপহারের বাড়ি নির্মাণ করে নিয়েছেন।
দেউলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, ধীরেন্দ্র নাথ সাহা ধনাঢ্য পরিবারের সন্তান। দেশ স্বাধীনের কয়েক বছর পর থেকে তিনি ভারতে পরিবার নিয়ে বসবাস করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। বুধবার বিকালে শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান জানান, তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
