Logo
Logo
×

খবর

বিএনপি নেত্রী ও তার বোনকে পেটালেন জামায়াত নেতা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানা এলাকায় বিএনপির এক নেত্রী ও তার বোনকে প্রকাশ্যে স্যান্ডেলপেটা করা ছাড়াও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার পর হরিয়ান ইউনিয়নের নলখোলা আশরাফের মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানায় অভিযোগ দিয়েছেন বিএনপি নেত্রী নিলুফার ইয়াসমিন।

নিলুফার কাটাখালী থানার নলখোলার বাসিন্দা বাবলু হোসেনের স্ত্রী ও হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভানেত্রী। তিনি মঙ্গলবার সন্ধ্যার পর আশরাফের মোড় বাজারে কেনাকাটা করতে যান। সেখানে নুরুল ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল উত্তেজিত হয়ে নিলুফার ও তার বোন নুর বানুকে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে পায়ের সেন্ডেল খুলে বিএনপি নেত্রী ও তার বোনকে মাথায় ও মুখে আঘাত করেন। এমনকি বেপরোয়া হয়ে দুই বোনের পেটে লাথিও মারেন। স্থানীয়রা দ্রুত ছুটে বিএনপি নেত্রী ও তার বোনকে নিরাপদ স্থানে নিয়ে যান।

অন্যদিকে নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজনার মুহূর্তে ধাক্কাধাক্কি ও হাতাহাতির সামান্য ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।

এ বিষয়ে আরএমপি কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বুধবার সকালে জানান, ভুক্তভোগী চাইলে আমরা অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম