অনিশ্চয়তায় বাকসু ও ববিকসু নির্বাচন
এসএন পলাশ, বরিশাল
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অনিশ্চয়তার দেখা দিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ববিকসু) নির্বাচন নিয়ে। কিছুদিন নির্বাচন নিয়ে গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত তারা তেমন অগ্রগতি দেখাতে পারেনি। চলমান পরিস্থিতিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হলে আদৌ এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন হবে কিনা তাতে সন্দেহ রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিধান নেই। গত ক’মাস ধরে শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের কারণে নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করে শিক্ষার্থীদের মতামতের জন্য দেওয়া হয়েছে। মতামত পাওয়ার পর খসড়া গঠনতন্ত্র সংশোধন করে সেটা পাঠানো হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। তারপর ইউজিসি অনুমোদন করলে বাজেট প্রণয়ন ও নির্বাচন। সব মিলিয়ে এই নির্বাচন কবে নাগাদ সফল হবে তার ঠিক নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, এখন পর্যন্ত গঠনতন্ত্র তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া গঠনতন্ত্র তৈরির পর তা অনুমোদন, বাজেট প্রণয়নসহ অন্যান্য কাজ শেষে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে যদি কম সময়ে এত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে না।
এদিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংগঠনগুলো নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে বহুদিন ধরে আন্দোলন, সভা-সেমিনার ও বিক্ষোভ মিছিল করছে। কলেজের একাধিক শিক্ষার্থী জানান, সর্বশেষ ২০০৩ সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এরপর ২৩ বছর পার হলেও ছাত্র সংসদ নির্বাচন দেয়নি কলেজ প্রশাসন। যে কারণে সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচিতে যাবে সাধারণ শিক্ষার্থীরা।
বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, বাকসু নাম ব্যবহার নিয়ে জটিলতা কাটেনি এখনো। কলেজ প্রশাসন প্রাথমিকভাবে বলেছিল ডিসেম্বরে নির্বাচন হবে, তবে তা শিওর নয়। বর্তমানে আলোচনা চলছে। তারপর ভোটার তালিকা হালনাগাদসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্যান্য কার্যক্রমও হয়নি। এছাড়া নির্বাচন করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দরকার হবে। তাই এসব কার্যক্রম শেষে কবে নাগাদ নির্বাচন হবে তা অনিশ্চিত। আমরা ছাত্রদলের পক্ষ থেকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছি।
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত করতে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের মৌখিক রোডম্যাপ দিয়েছেন।
ববি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রথমবারের ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কারণে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।
