কুমিল্লার ৭টি আসন
বিএনপিতে মনোনয়ন নিয়ে গৃহবিবাদ চরমে
কেন্দ্রের হস্তক্ষেপ চান দল মনোনীত প্রার্থীরা
আবুল খায়ের, কুমিল্লা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় মনোনয়ন নিয়ে বিএনপিতে গৃহবিবাদ চরম আকার ধারণ করেছে। মনোনয়ন ঘিরে জেলার ১১টি আসনের মধ্যে ৭টিতেই বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এতে রাজনৈতিক মাঠের বিরোধ অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতায় পরিণত হচ্ছে। এরই মাঝে একাধিক প্রার্থীর কর্মী-সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছেন। এক প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে দল মনোনীত প্রার্থীরা সংঘাত সহিংসতা নয়, মাঠের বিরোধ নিরসনে চান কেন্দ্রীয় হস্তক্ষেপ।
জানা গেছে, বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই ৭টি আসনের বঞ্চিতরা বিক্ষোভসহ নানা ধরনের আন্দোলন শোডাউন করে আসছেন। বিশেষ করে কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত আমিনুর রশীদ ইয়াছিনের সমর্থকরা তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। এতে ওই আসনের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সংকট নিরসনে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়নি। আসনটিতে মনোনয়নের জন্য এখনো চেষ্টা অব্যাহত রেখেছেন ৬ প্রত্যাশী। গত এক সপ্তাহ আগে ওই আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মনোনয়নসংক্রান্ত বিরোধকেই দায়ী করছেন তিনি।
কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এবং ছাত্রদল নেতা আব্দুল আউয়াল। কুমিল্লা-৫ আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে আন্দোলন সংগ্রাম করছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান।
কুমিল্লা-৭ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের পদক্ষেপ নিয়েছেন। আসনটিতে বিএনপি এবং মিত্র দল এলডিপি এখন মুখোমুখি।
কুমিল্লা-৯ আসনে মনোনয়ন নিয়ে চলছে বিরোধ এবং বিভক্তি। এখানে বঞ্চিত সামিরা আজিম দোলা এবং দলের মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকদের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। মনোনয়নবঞ্চিত সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী ৩১ দফা বাস্তবায়নে এখনো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কুমিল্লা-১০ আসনে মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা বিক্ষোভ পিকেটিং এবং প্রতিবাদ সমাবেশ করছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, আমি হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সঙ্গে কোনো বিরোধে জড়াতে চাই না। কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বড় রাজনৈতিক দল হিসাবে কিছুটা গ্রুপিং দ্বন্দ্ব, না পাওয়ার বেদনা থাকতে পারে। দলের স্বার্থে সবাইকে হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। যারা বঞ্চিত হয়েছেন তাদের নিয়ে আমরা আলোচনায় বসব। তাদের মূল্যায়ন করা হবে।
