Logo
Logo
×

খবর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আট জোড়া নতুন ট্রেন চালু

ভৈরব-ঢাকা নতুন কমিউটার ট্রেন উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবং ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আরও নতুন আট জোড়া ট্রেন চলাচল করবে। বুধবার দুপুরে চাষাঢ়া রেলস্টেশনে নতুন ট্রেন চলাচলের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এদিকে স্বাধীনতা দিবসে বুধবার ভৈরব থেকে নতুন কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে।

২৬ মার্চ বেলা ১১টায় ঢাকা থেকে ছেড়ে ১১টা ৫০ মিনিটে নতুন ট্রেনটি নারায়ণগঞ্জ পৌঁছায়। পরে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করে। এ নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মোট ১৬ জোড়া ট্রেন চলাচল করবে। এর ফলে নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ লাঘব হবে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে। তিনি আরও বলেন, আগের ট্রেনে ৮টি বগি ছিল, এখন ১১টি বগি। এখন ৫৯২ জন যাত্রী সিটে বসিয়ে নিতে পারবে। এই ট্রেনটি একসঙ্গে ১১৭৬ জন যাত্রী বহন করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির মঈনুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভৈরব থেকে নতুন কমিউটার ট্রেন : এদিকে ঢাকা-নরসিংদী-ভৈরব বাজার রুটে এই নতুন কমিউটার ট্রেনটি বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুরের উদ্দেশে ভৈরব রেলস্টেশন ছেড়ে যায়। আবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে রাত ৯টা ৫ মিনিটে ভৈরব পৌঁছার কথা। ট্রেনটির প্রথম যাত্রায় প্রথম টিকিট কিনলেন যাত্রী সাইফুল ইসলাম এবং দ্বিতীয় টিকিটটি কেনেন দেলুয়ার হোসেন। রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা-ভৈরব টিকিটের মূল্য নির্ধারণ করেছে ৪৫ টাকা। ট্রেনটি ভৈরব ছাড়ার সময় বাংলাদেশ রেলওয়ের সহকারী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহণ) মো. শাহজাহান পাটোয়ারী, ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউছুফসহ ভৈরব রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমিউটার এই ট্রেনে ৮টি বগি আছে এবং যাত্রীসংখ্যা প্রতি বগিতে ৫৫২ জন। তবে স্টেশন মাস্টার জানান, এই ট্রেনে ১৫০০ যাত্রী আসন এবং দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। ট্রেনটি ভৈরব থেকে ছেড়ে দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, আড়িখলা, টঙ্গী, বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতিসহ সবশেষ কমলাপুর গিয়ে থামবে। আবার ঢাকা থেকে ফেরার পথে একই রেলস্টেশনে ট্রেনটি বিরতি দেবে। ট্রেনটি দিনে চারবার আসা-যাওয়া করবে। ভৈরব রেলস্টেশনের মাস্টার মো. ইউছুফ বলেন, ভৈরব-নরসিংদী এলাকার যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো। এতে এই অঞ্চলের যাত্রীদের ভ্রমণ সুন্দর ও সুখময় হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম