একাত্তরের স্বাধীনতা ঐক্য ও সংহতির ইতিহাস: মহিলা ও শিশুবিষয়ক সচিব

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশে যে গৌরবময় ইতিহাস রচিত হয়েছিল তা আমাদের ঐক্য ও সংহতির ইতিহাস। বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির রোকনুজ্জামান দাদাভাই মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, ‘যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশের চেহারা তোমাদের প্রত্যেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি।’ তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন গর্বিত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে তার যুদ্ধদিনের স্মৃতি তুলে ধরেন শিশুদের সামনে। তিনি জুলাই বিপ্লবের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সময়ের তুলনা করে বলেন, একাত্তরে সারাদিন কাজ করে যখন ক্যাম্পে ফিরতাম তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী গানগুলো আমাদের অনুপ্রেরণা জোগাত। একই অনুপ্রেরণা সাম্প্রতিক জুলাই বিপ্লবে আমাদের বিপ্লবীদের প্রেরণা দিয়েছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন আমরা এই দিন উদযাপন করব।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (যুগ্মসচিব) দিলারা বেগম বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে বারবার। এসব আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুবন্ধু নাজিয়া আলম মমতা। অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।